ভালোবাসার যবনিকা (সনেট )

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১০ মে, ২০১৩, ০৭:১৯:৫৩ সন্ধ্যা



বহু ক্রোশ দুরে আজি ছেলে আছে পড়ে ,/

ভাবিতেছে থেকে থেকে প্রেয়সীর তরে ;/

দশ মাস বুকে যেই রেখে ছিল তারে ,/

তার চোখে নীর ধারা বারেবার ঝরে ;/

বারে বারে মা যে তার , ডাকে 'ফিরে আয়'/

তার তরে কেঁদেকেঁদে মরনেরে চায় । /

ঊঠানেতে চোখ রেখে ক্ষনে ক্ষনে দেখে /,

ছেলে বুঝি ফিরে এলো সবকিছু রেখে । /

নিঁদ কবে ছুটিয়াছে পাকিতেছে চুল ,/

বুকে যেন বিধিতেছে বেদনার ই শুল ,/

নিশি রাতে যবে দুরে পেঁচা উঠে ডেকে ,/

কেউ যেন বুকে তার শোঁক পাখি আঁকে ;/

এভাবেই অভাগীর , জুড়াইল হাড়/

ধরনীর কোল পেলো , ভালবাসা তার ।/

(সনেট )

আমার আরো কিছু কবিতা _

একদিন !

মলিন প্রভাত (হযরত উসমান রাঃ এর শাহাদাত স্মরণে )

প্রথম বৃষ্টি !

ভুলে যেওনা !

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File