টনসিল নিয়ে বিরম্বনা

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২১ এপ্রিল, ২০১৩, ০৯:১০:২৮ সকাল



আমাদের দেহে বেশ কয়েকটি টনসিল থাকলেও পেলেটাইন টনসিলকেই আমরা সচরাচর টনসিল বলে অভিহিত করি । ছোটবেলায় টনসিল সমস্যায় ভোগেননি এমন লোক খুজে পাওয়া মুশকিল । টনসিল হঠাত করে ফুলে ব্যাথা শুরু হলে কি করবেন ?

১ / রোগীকে পুর্ণ বিশ্রাম দিতে হবে ।

২ / গরম লবন পানি কুলকুচা করতে দিন ।

৩ / ব্যাথানাশক ঔষধ যেমন ঃ প্যারাসিটামল খেতে দিন ।

৪ / উপযুক্ত অ্যান্টিবায়টিক দিন ।

৫ / বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ।

৬ / সাময়িক উপসর্গ উপশম হলে অপারেশন করে নিন ।

আর হ্যা কথা না বাড়িয়ে ভিজিটটা দিন তো !

বিষয়: বিবিধ

১৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File