ধুমপানঃ একটি সামাজিক সমস্যা !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১২ মে, ২০১৩, ০৩:১৮:৩১ দুপুর
মেডিসিন ওয়ার্ডের এক কোনায় মেঝেতে জড়সড় হয়ে শুয়ে আছে এক বৃদ্ধ । এগিয়ে যেতেই নাকে ধ্ক করে অত্যন্ত পরিচিত একটি কটু গন্ধ এসে লাগলো । রোগীটির এফ এন এ সির রিপোর্টে লেখা ব্রংকোজেনিক কার্সিনোমা । রোগীর বড় ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে খেয়াল করলাম তার মুখেও একই রকম গন্ধ । পাশে আরেকটি রোগী সে সিওপিডি এর রোগী । তার মুখেও একই গন্ধ । যারা ধুমপায়ী তাদের জন্য এই গন্ধ দামি পারফিউমের চেয়েও বেশি প্রিয়। আর আমরা যারা আম পাব্লিক তাদের অবস্থা কেরোসিন । যারা ধুমপায়ী তাদেরকে কড়া একটি কথা না বলে পারছি না ;
আপনি ধুমপান করবেন , খুবই ভালো কথা তবে আমাদেরকে কষ্ট দেয়ার,আমাদেরকে অসুস্থ করার কোন অধিকার আপনাদের নেই ।ধুমপান করলে দেহের কোন অংগ আক্রান্ত হয় না ? আপনি কি জানেন ধুমপান শুধু আপনাকে নয় আপনার চারপাশে থাকা আপনজনদেরকেও নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে ?
///জনসচেতনতা বিষয়ক আমার আরো কিছু পোস্ট-
টনসিল নিয়ে বিরম্বনা !
সাপের কামড়ঃ জনসচেতনতাই পারে অনেক জীবন রক্ষা করতে !
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন