সাপের কামড় ঃ সচেতনতাই পারে অনেক জীবন রক্ষা করতে

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২০ এপ্রিল, ২০১৩, ০৩:৩০:০৯ দুপুর



সাপ প্রানীটি আমাদের সমাজে বিভীষিকা এবং রহস্যের প্রতিক হয়ে দাড়িয়েছে। আমাদের অনেকেরই ধারনা যেকোন সাপের কামড়েই আমাদের মৃত্যু হতে পারে । আশ্চর্যের ব্যাপার হলো যে সাপ গুলো আমাদের কামড় দেয় তার অধিকাংশই নির্বিষ । প্রশ্ন উঠতে পারে তাহলে সে ক্ষেত্রে রোগীর মৃত্যু ঘটে কেন ? সে ক্ষেত্রে অনেক রোগী প্রচন্ড মৃত্যু ভীতিতে ভ্যেসোভ্যাগাল শকে মারা যেতে পারে । আমরা একটা কথা প্রায়ই বলি বনের বাঘে খায়না মনের বাঘে খায় । তাই আমাদের প্রধান কাজ হলো রোগীকে আশ্যস্ত করা ।

২য় আরেকটি ভুল আমরা করি । সেটি হলো যেখানে সাপ কামড় দিয়েছে তার উপরে তিনটি বাঁধন দেয়ার সময় এত শক্ত করে বাধন দেই যে তাতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে ইশকেমিয়া হয়ে যায়। একটা বিষয় মনে রাখা প্রয়োজন আমাদের দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হার্টে যায় শিরার মাধ্যমে আর এ শিরা গুলো দেহের চামড়ার সামান্ন নিচে থাকে তাই অত জোরে বাধন দেয়ার কোন প্রয়োজন নেই । বরঞ্চ জোরে বাধন দিলে চামড়ার অনেক গভীরে থাকা ধমনির মাধ্যমে প্রবাহিত হওয়া হার্ট থেকে দেহের বিভিন্ন অংশের প্রতি রক্ত সরবরাহ ব্যাহত হতে পারে ।

আজ এ পর্যন্তই । ভালো থাকবেন সবাই ।

বিষয়: বিবিধ

১৬১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File