গিলগামেশ ! পৃথিবীর প্রাচীনতম সাহিত্য -2
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৭ এপ্রিল, ২০১৩, ০৩:২৬:৫৫ দুপুর
গিলগামেশের গল্পের পরের অংশে দেখা যায়, গিলগামেশ তার প্রিয় বন্ধুর বিরহে কাতর হয়ে পড়ে । সে তার প্রিয় বন্ধুকে আবার ফিরে পাওয়ার জন্য অভিযান চালায় অমরত্তের সন্ধানে । দীর্ঘ এবং দুর্গম সেই অভিযান । রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা । অবশেষে সে দেখা পায় উটনাপিশ্তিমের ।
উটনাপিশ্তিম গিলগামেশের
পুর্বপুরুষ । গিলগামেশ উটনাপিশ্তিমকে বলে
"আমি তোমার দিকে রেখেছি চোখ ,
আশ্চর্য , তুমি আমার কাছে মোটেও নও অদ্ভুত!
তুমি ব্যতিক্রম ন ও আমার থেকে ;
তুমি আমাকে বল কিভাবে তুমি থাক দেবতাদের মাঝে ?
কিভাবে খুজে পাও জীবন ?
উত্তরে সে বলে -
""I will reveal to you, Gilgamesh, a thing that is hidden,
a secret of the gods I will tell you!
Shuruppak, a city that you surely know,
situated on the banks of the Euphrates,
that city was very old, and there were gods inside it.
The hearts of the Great Gods moved them to inflict the Flood.
Their Father Anu uttered the oath (of secrecy),"
তথ্যসুত্র -
http://en.m.wikipedia.org
http://www.ancienttexts.org
প্রথম পর্ব এখানে _
http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/5470/tariqul/12087
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন