গিলগামেশ ! পৃথিবীর প্রাচীনতম সাহিত্য -1

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৬ এপ্রিল, ২০১৩, ০২:৪০:৫৫ দুপুর



গিলগামেশ আদি মেসোপটেমিয়া সভ্যতার অবিষ্মরনীয় সাহিত্যের অনন্য নিদর্শন । বারোটি ফলকে লেখা প্রায় তিন হাজার ছত্রের এই মহাকাব্য এখন পর্যন্ত

আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্ম । খ্রিস্টপুর্ব ২০০০ অব্দের কাছাকাছি সময়ে

এটি রচিত ।

গিলগামেশ একজন বীর , যার অতিমানবীয় শক্তি ও শৌর্য-বীর্য তাকে হাজার বছর পরও রেখেছে জীবন্ত করে । সে উরুকের নগর প্রাচীর নির্মান করে নগরকে বহিঃশত্রুর হাত থেকে করেছে শঙ্কামুক্ত ।

গিলগামেশ এবং ইনকিডু পরষ্পরের বন্ধু । ইনকিডু কে দেবতারা সৃষ্টি করেছিলেন গিলগামেশ এর সমকক্ষ করে যাতে তাকে পরাজিত করা যায় কিন্তু সে গিলগামেশের সঙ্গে মিলিত হয়ে সিডার পর্বতের অভিভাবকের বিরুদ্ধে অভিযান চালায়। এরপর তারা সর্গের ষাড়কে হত্যা করে ; যাকে দেবী ইশটার পাঠিয়ে ছিলেন গিলগামেশকে হত্যা করতে । এর শাস্তি হিসেবে ইনকিডুকে মৃত্যুদন্ড দেয়া হয় ।

তথ্যসুত্র -

en.m.wikipedia.org

http://www.ancienttexts.org

বিষয়: বিবিধ

১৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File