বিশ্বাসঘাতকতার নারী পৃথিবীতে বার বার আসেনা।
লিখেছেন লিখেছেন মুক্তধারা ০৩ আগস্ট, ২০১৩, ০৩:১৫:৫০ দুপুর
বিশ্বাসঘাতকতা, কথা না রাখা, চুদুর বুদুর কথা বার্তা, কোটি কোটি মানুষের সাথে মিথ্যা বলার ক্ষমতা শুধু একজনই রাখে। সেই নারীকে আর কিছু না হয় একটি উপাধি না দিয়ে পারা যাচ্ছে না। যদি কোন বন্ধু এই উপাধি পছন্দ হয় দয়া করে সংকেত দিবেন।
এক চোরের দুই চুরির দায়ে দুই কান কাটা সেই চোর রাস্তার মাঝ বরাবর হাটে।
অন্য চোরের একই অপরাধে ১ কান কাটা সে লজ্জায় রাস্তার একপাশ থেকে হাটে । যাতে করে অন্য পাশের কানটি কেউ না দেখে।
কিন্তু এই নারীর কানের সাথে নাক কাটা তাই সে ঘুরে ঘুরে হাটে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতার ধর নারীর কথা শুনেছেন। কিন্তু পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী, ছলনাময়ী নারীর হিসেবে আখ্যা পেয়েছেন। তাই তাকে একটি উপাধী চুদুর বুধুরের মানষ কন্যা।
এতো ঘটা করে প্রীত করেছিলেন চাকমাদের সাথে, মনে করে ছিলেন এই চুক্তি করলে শান্তি তে নোবেল পাবেন এই কন্য। কিন্তু কি হলো এতো গভির প্রেম করেছিলেন যে এখন পেট নিয়ে সমস্যায় পরেছেন। খালস করতে পারছেন না আবার রাখতে পারছেন না। কিন্তু প্রেমিকা আজ হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন।
http://press24tv.com/bn/?p=16941
বিষয়: বিবিধ
১৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন