রনির পদত্যাগ, দরবেশের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সরকার এবং দলের সবাই আমাকে সমর্থন করছে- গোলাম মাওলা রনি
লিখেছেন লিখেছেন মুক্তধারা ২৩ জুলাই, ২০১৩, ০১:০১:৫২ দুপুর
গোলাম মাওলা রনি নিয়ে কচলানো আর ভালো লাগেনা। কিন্তু ব্যাপরটা খুব জমেছে। রনি দলিয়ে হয়ে যদি ষড়যন্ত্রের শিকার হয় তাহলে বিরোধী দলের নেতারা কিসের ভেতর আছে। বেসরকারি টেলিভিশনের মাধ্যমে নায়ক, সেই টেলিভিশনের মাধ্যেমেই খলনায়ক । সংসদ সদস্য টিকানো দায়। পাশে নেই কেউ।
http://press24tv.com/bn/?p=15632
বিষয়: বিবিধ
১৬৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন