মন খারাপ? অসহয়ায়? তাহলে এটা পড়ো ভালো লাগবে।
লিখেছেন লিখেছেন মুক্তধারা ১৭ এপ্রিল, ২০১৩, ০৫:৩৩:১৩ বিকাল
০১. তোমার যদি ফ্রিজে খাবার থাকে, গায়ে কাপড় থাকে, মাথার ওপর ছাদ থাকে, রাত্তিরে ঘুমানোর জায়গাটুকু থাকে, তবে বুঝবে পৃথিবীর ৭৫% লোকের চেয়ে তুমি ধনি।
০২. তোমার পকেটে যদি টাকা থাকে, কিছু ভাংতি থাকে আর তুমি তোমার মন মতো যেখানে খুশি সেখানে যেতে পারো, তবে বুঝবে পৃথিবীর ১৮% বিত্তশালীর মধ্যে একজন।
০৩. তুমি যদি সুস্থ-সবল-নিরোগ শরীর নিয়ে আজকের দিনটা বাচঁতে পারো, তাহলে বুঝবে তুমি পৃথিবীর সেই ১০ লক্ষ লোকের চাইতে সুখি যারা আগামিকাল বা আগামি সপ্তাহের মধ্যেই মারা যাবে।
০৪. তুমি যদি আমার এই বার্তাটা পড়তে পারো এবং এর অর্থও বুঝতে পারো, তার মানে তুমি সেই ৩০ লক্ষ মানুষের চেয়ে ভাগ্যবান যারা চোখে দেখতে পায়না বা মানসিক সমস্যায় ভোগে।
জীবনটা পাওয়া আর না পাওয়ার হিসাব মেলানোর স্থান না, অহেতুক অভিযোগ এর সময় না। হাজারটা কারনে তোমার উচিৎ কৃতজ্ঞ থাকা। আসুন আজ যে আমরা মানবজীবন লাভ করেছি, স্বাভাবিক জীবন-যাপন করছি এটা উপলব্ধি করে সব ভুলে যাই।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন