অন্ধ আমি? নাকি নিকষ কালো পৃথিবী?

লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা কাকাতুয়া ০৫ মে, ২০১৩, ০৫:০৫:২১ বিকাল

অনুতাপ হয়,

কঠিন মনোযোগের ব্রত নিয়ে পড়তে বসি শিশুরোগ-

বসে বসে আউড়াই,

অজান্তে মুদে আসে চোখ..

বুক তো পাষাণ।

অনুতাপ, নিজের জন্য়।

অন্য়ের জন্য় ওসব চিন্তা হয়্না,

ইচ্ছায় নয়- অনিচ্ছায় স্বার্থপর আমি।

নিজেই ভ্রান্তিতে পড়ি,

যখন চোখ ফেলি চারপাশে আমার।

চারিদিক কি সত্য়িই কলুষ আঁধার?

নাকি চোখের সামনে কালো চশমা আমার!

ওই যে, ও কি তুলাদন্ড?

ভেঙে, গুড়ো হয়ে উড়ছে হাওয়ায়?

নাকি আমিই আজন্ম জেনেছি ভুল সংঞ্জা এর।

পড়া হয়্না।

চোখ আসে মুদে।

নিজের জন্য় করুণা হয়।

পাষাণ বুক হতে অতি সন্তর্পণে একটা চাপা

নিশ্বাস..

বের হয়ে মিশে যায় কলুষ আঁধারে।

আর আমি, আঁধারের ঘুম-ক্রিয়ায়

তন্দ্রাচ্ছন্ন পড়ে থাকি টেবিলে।

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File