নাস্তিক ইস্যুতে জটলা : দায়ী কে??

লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা কাকাতুয়া ২০ এপ্রিল, ২০১৩, ০৯:৩৫:৩৪ রাত

অনেকে বলছে নাস্তিক ইস্যু

নিয়ে যে নৈরাজ্য

সৃস্টি করছে হেফাজত, তাতে ধর্মের

প্রতি বীতশ্রদ্ধ হয়ে আরো অনেকেই

নাস্তিক হয়ে যাবে।

আমার প্রথম কথা যারা প্রকৃত মুসলিম

তারা এতে বিরক্ত ত

হবেনইনা বরং নাস্তিকদের

সম্পর্কে সতর্ক হবেন।

দ্বিতীয়তঃ যদি তেমনটা ঘটেও

তবে এর

জন্য

হেফাজতকে দায়ী করা মোটেও

উচিত হবেনা। আমি বলব

কারো যদি বিশ্লেষণ-ক্ষমতা

থাকে সে সহজেই বুঝবে, যা কিছু

হচ্ছে তার মুলে রাজীব

হত্যাকাণ্ড। সুতরাং দোষী ঠিক

করবেন? চলুন দেখা যাক। ১। ১ নম্বর

দোষী রাজীব এর হত্যাকারীরা।

কারণ রাজীব

হত্যা না হলে নাস্তিকের

আলোচনাই উঠতনা। ২। ২ নম্বর

দোষী শাহবাগ।

কারণ তারা গণজাগরণ মঞ্চের

কার্যক্রম সীমিত করে এনেছিল।

রাজীব হত্যা কে ইস্যু

বানিয়ে তারা আন্দোলনকে আবার

বিরতিহীন ঘোষনা করে।

ফলে সবাই উত্সুক হয়, কে এই

রাজীব।

৩। ৩ নম্বরে দায়ী করতে হয়

প্রধানমন্ত্রী কে। বিশেষ গুরুত্ব

দিয়ে উনি রাজীব এর বাসায় যান

এবং রাজীবকে শহীদ

উপাধী দেন।

৪। ৪ নম্বর এ আবারো শাহবাগ।

রাজীব এর জানাজা শাহবাগ এ

পড়িয়ে শেষ ও সবচে বড়

ভুলটি করে তারা।

ফলে কি হয়? রাজীব

সম্পর্কে সবার আগ্রহ যায়

বেড়ে আর তার নাস্তিক পরিচয়

ছড়াতে থাকে দ্রুত।

...পাবলিক আর

হেফাজতরে দোষ দিয়া করবেন

কি। আপনার বাপ-

মারে নিয়া গালাগালি করলে আপনিও

রি একশন দেখাইবেন।

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File