আর কিছু না শুধু এই টুকু ই

লিখেছেন লিখেছেন নওয়াজিস ২৮ এপ্রিল, ২০১৩, ১০:৩২:৩৬ রাত

আমি বলছি না আমার সাথে প্রেম প্রেম খেলা খেলতে হবে,

আমি চাই কেউ একজন থাকুক যে আমাকে আমি যখন

দ্বীনের পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ব তখন মনে

করিয়ে দিবে যে কষ্টের সাথেই স্বস্তি আছে।

আমি বলছি না জান বলে ডাকতেই হবে,আমার সাথে ছবি

তুলে ফেসবুকে আপলোড দিতে হবে,আমি চাই কেউ আমাকে

বলুক আমিও কাল তোমার সাথে সিয়াম পালন করব।

আমি বলছি না আমার হাত পা টিপে দিতে হবে বা

আমার ময়লা কাপড় ধুয়ে দিতে হবে আমি চাই কেউ

বলুক,তোমার কী হয়েছে? তুমি এত ছটফট করছ কেন?

কেউ আন্তরিকতার সাথে জানতে চাক আমার কেন মন খারাপ?

আমি বলছি না আমার সাথে সিনেমার নায়িকার মতো

ব্যবহার করতে হবে আমি চাই কেউ আমার একাকীত্বে ভাগ

বসাক।আমি চঞ্চলা চপলা কাউকে চাই না আমি চাই কেউ

একজন আমাকে আমি যখন আল্লাহর স্মরণ থেকে গাফেল

হয়ে যাব তখন গম্ভীর স্বরে আল্লাহ্‌র কথা মনে করিয়ে দিক।

আমি বলছি না আয়েশা খাদিজার মতো ই হতে হবে কারণ

আমি নিজেই মুহাম্মদের ধারে কাছেও নই, আমি চাই কেউ

কজন আমার সাথে প্রতিযোগিতার মাধ্যমে দ্বীনের পথে চলতে

আর দ্বীনের অর্ধেক সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করুক।

আমি যৌন উত্তেজক কাউকে চাই না আমি চাই

আমি যখন রাস্তা ঘাটে চোখ আর নফসের সাথে

যুদ্ধ করে ঘরে ফিরব কেউ একজন আমার চক্ষু

শীতলকারী হোক। আমি চাই না আমার জন্য না

খেয়ে কেউ বিনিদ্র রজনী কাটাক,আমি চাই কেউ

একজন আমাকে পানির ছিটা দিয়ে তাহাজ্জুতের জন্য

ডাকুক।আর কিছু না হোক কেউ আমাকে ফজরের জন্য

ঘুম থেকে উঠিয়ে দিক,ফজরের জন্য নিজে নিজে উঠতে

উঠতে আমি বড্ড বেশি ক্লান্ত...............।

বিষয়: বিবিধ

১৪১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File