গণতন্ত্র হুমকির মুখে..........

লিখেছেন লিখেছেন Rony ২০ মে, ২০১৩, ০৩:৫১:১৮ রাত

কোন গণতান্ত্রিক দেশে একদিনের জন্যও সভা-সমাবেশ নিষিদ্ধ হতে পারে না। এটা গণতান্ত্রিক অধিকারের হরণ। দেশে এমন ঘটনা ঘটেনি যাতে একদিনের জন্যও সমাবেশ নিষিদ্ধ থাকতে পারে। সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে ক্রমাগত গণতান্ত্রিক অধিকার সংকুচিত হচ্ছে; যা গণতান্ত্রিক চেতনা, রীতিনীতি ও রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রের পরিপন্থী।” সরকার এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে, পরবর্তীতে যদি ছয় মাস নিষিদ্ধ করে তাহলে তাদের বাধা দেবে কে? দেশের জনগণ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের উচিত এ ধরনের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানানোর পাশাপাশি বেশি করে সভা-সমাবেশ করা। ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ না হলে ভবিষ্যতে এ নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে : এই সরকার যে আচরণ করছে তা গণতান্ত্রিক আচরণ নয়। তারা তাদের খুশিমতো রাষ্ট্র চালাচ্ছে। সভা-সমিতি করা, সংবাদ প্রকাশ করা মানুষের সাংবিধানিক অধিকার। সাংবিধানিক এ অধিকার সংকুচিত করার অর্থ হলো সংবিধানকে লংঘন করা। এখন সরকার যে কাজ করছে তা সংবিধান পরিপন্থী। দেশের গণতান্ত্রিক শক্তির উচিত সরকারের এ সিদ্ধান্ত প্রতিহত করা।”যতক্ষণ পর্যন্ত একটি সভা-সমাবেশ শান্তিপূর্ণ থাকে, আইন লংঘন না করে ততক্ষণ তাতে বাধা দেয়া যাবে না।”বিরোধী দলকে আন্দোলন থেকে বিরত রাখার কৌশল হিসেবে এ সিদ্ধান্ত নেয়া । “নিষেধাজ্ঞার কারণে যদি একমাস কোন সভা সমাবেশ বন্ধ থাকে এরপর বর্ষার জন্য কেউ সভা-সমাবেশ করতে পারবে না।”সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন হতে পারে কিন্তু সে সুযোগ সরকার বন্ধ করে দিয়েছে।দেশের মানুষ এখন চরম অস্বস্তিতে রয়েছে। প্রকট রাজনৈতিক অস্থিরতা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। এক দলীয় শাসন ব্যবস্থা (বাকশাল) প্রতিষ্ঠা করার অপচেষ্টা চলছে।

বিষয়: রাজনীতি

১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File