তাদের গল্প শোন-২

লিখেছেন লিখেছেন প্রহরী ১৬ এপ্রিল, ২০১৩, ০৪:০৭:৩৭ বিকাল

কেন কসম করবে আমার প্রভু!

প্রহরী

তখন রাসূল মদিনায় অবস্থান করছেন। চারদিকে ইসলামের জয়জয়কার। নানা পেশার মানুষ তাঁর দরবারে আসছে। আর নিজেকে ইসলামের ছায়ায় নিয়ে এসে দীনের জন্য উতলা হয়ে উঠছে। দীনের জন্য রাসূলের জন্য জীবন কোরবান করে দিতে সবসময় উদগ্রীব হয়ে আছে। কেউ কেউ কাজের প্রয়োজনে কর্মস্থলে চলে গেলেও সবসময় মদিনার খবর পাবার জন্য চঞ্চল হয়ে থাকতেন। মদিনার কাউকে পেলে প্রথম প্রশ্নই হত, ‘রাসূল কী বলেছেন ভাই! আমাদের জন্য আল্লাাহ তায়ালার কোনো আদেশ এসেছে কি?’

মদিনার এমনই একজন সাহাবি; বকরি চড়ানো তাঁর পেশা ছিল। সারা বছর এ কাজেই ব্যস্ত থাকতেন। মাঠের ব্যস্ততায় দীর্ঘদিন যাবৎ মদিনায় ফেরা হত না। তবে যখন মদিনা থেকে কোনো সাহাবি আসতেন, তাঁর কাছ থেকে মদিনার খবর নিতেন। রাসূলের খবর নিতেন। জিজ্ঞেস করতেন, ‘এ ক‘দিনে কী কী আয়াত নাযিল হয়েছে। রাসূল কী কী আদেশ দিয়েছেন।’ প্রতিদিনই তিনি চেয়ে থাকতেন মদিনার দিকে। অপেক্ষা করতেন কারো আগমনের। এ যে তাঁর প্রতিদিনের রুটিন!

একদিনের ঘটনা : তিনি দেখলেন মদিনা থেকে এক সাহাবি আসছেন। খুশিতে উজ্জল হয়ে উঠল তাঁর অবয়ব। এবার মদিনার খবর পাওয়া যাবে। রাসূলের খবর পাওয়া যাবে। জানতে পারবেন তাঁর প্রভূর বাণী। রাসূলের ফরমানও। তিনি তো এর জন্যই প্রতিক্ষায় আছেন। প্রতিটি প্রহর গুনছেন।

কাছে আসামাত্রই পথ আগলে দাঁড়ালেন। বললেন, ‘ভাই মদিনার খবর কী? আমার রাসূলের খবর কী? কোনো আয়াত নাযিল হয়েছে কী? কোনো নির্দেশ এসেছে কী?’

আগন্তুক জানালেন, ‘অমুক আয়াত নাযিল হয়েছে। যাতে আল্লাহ তায়ালা কসম করে বলেন, “হে আমার প্রিয় বান্দারা! আমিই কেবল তোমাদের রিযিক দিয়ে থাকি”।’

এ কথা শুনার সাথে সাথেই তাঁর চেহারা মলিন হয়ে গেল। সকল উচ্ছ্বাস হাওয়ায় মিইয়ে গেল। চেহারায় বিরক্তি রেখা ফুটে উঠল। বলতে লাগলেন, ‘এ আবার কেমন ঈমানদার! যাদের বিশ্বাস যোগাতে আমার প্রভুকে কসম করতে হল।’ সুবহানাল্লাহ

বিষয়: বিবিধ

১৬৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File