মুমিনের চলার পথ

লিখেছেন লিখেছেন মোঃ মাহি উদ্দিন ২০ এপ্রিল, ২০১৩, ০৩:৫২:২০ দুপুর

কোন মুমিনের জন্য আল্লাহর নবীর হুকুম -আহকাম জানার পর নিজের মর্জি অনুযায়ী চলার চিন্তা করাটাই হলো অনাধিকার চর্চা।কারন রাসূলুল্লাহ (সাঃ)

এর হুকুম হচ্ছে অটল ও শাশ্বত।কোন ব্যক্তির জন্যই আল্লাহর রাসুল ছাড়া অপর কোন ব্যক্তির আনুগত্য স্বীকার করা মোটেই সিদ্ধ নয় ।অবশ্য কোন

ব্যক্তি যদি সে হুকুম প্রতিপালনের আহবান জানায় যে হুকুম খোদ রাসূলুল্লাহ (সাঃ) প্রদান করেছেন,তবে সে অবস্থায় তিনি কেবলমাত্র একজন মুবাল্লিগ

বা প্রচারকের ভুমিকা পালন করছেন বলে ধরে নেয়া যেতে পারে ,তিনি খোদ হুকুমদাতা হবেন না।অপরপক্ষে যিনি স্বাধীনভাবে সরাসরি বিধান জারি

করবেন এবং নিজের থেকে শরীয়তের মৌলনীতি ও নিয়মাবলি চালু করবেন ,তাঁর অনুসরণ উম্মাতের উপর ওয়াজিব হবে না-যে পর্যন্ত না তাঁর বিধান,

তাঁর নীতি ও নিয়মাবলি রাসূলুল্লাহ (সাঃ) এর বিধানের অনুগত ও অনুকূল

হয়।যদি অনুগত ও অনুকূল হয় তবেই তা গ্রহনযোগ্য হবে । পক্ষান্তরে যদি প্রতিকূল ও বিরোধী হয় তাহলে সরাসরি প্রত্যাখ্যান করতে হবে।

কিন্তু কোন বিধান রাসূলুল্লাহ (সাঃ) এর হুকুমের সুস্পষ্টভাবে অনুকুল বা প্রতিকুল -তা বুঝা না যায় তবে সে হুকুমটি অমীমাংসিত বিষয়রুপে

ছেড়ে দিতে হবে ।এ অবস্থায় না গ্রহণ না বর্জন নীতি গ্রহন করতে হবে ।

বিষয়: বিবিধ

৯১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File