সৃষ্টির উদ্দেশ্য: পর্ব ১

লিখেছেন লিখেছেন মোঃ মাহি উদ্দিন ১৫ এপ্রিল, ২০১৩, ১০:৪০:৫৬ রাত

লিখেছেন আবু তালহা মোঃ মাহি উদ্দিন

জীবনের সংজ্ঞা হয়ত বিভিন্নজনের কাছে বিভিন্নরকম।আমাদের কাছে যদি জীবন সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে আমরা অধিকাংশ মানুষ হয়ত সোজাসাপ্টা কিছু মুখের বলি মারব।যেটা আনেকটা এই রকম,

“জীবনটা একটা রহস্য।যতুটুকু বুঝি ,জীবন মানে Enjoy,ফূর্তি,বিয়ে ,সমাজে প্রতিষ্ঠিত হওয়া,

টাকা-পয়সা,গাড়ি-বাড়ি হওয়া …আরও অনেক কিছু……।

এইত্‌……।“

শেষ।আর যদি প্রশ্ন করা হয়,এইগুলো শেষ হবার পর কি করবেন?মানে সহজে ৬০ বছর পর বেঁচে থাকলে এরপর কি করবেন?কথাটা অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়………

“ওহ…৬০ বছর পর।হমমম…….নামাজ পড়তে হবে,হজ্জ করতে হবে,মানুষকে যাকাত দিতে হবে।পারলে মসজিদ বানাতে হবে।আর কি?এটাই ত করতে হবে।“

এগুলোই বলে অধিকাংশ মানুষ ।যদিও আমরা মুসলিম।আমরা ভাবি বৃদ্ধ বয়সের কাজ হল নামাজ,হজ্জ ইত্যাদি।আর যৌবনের কাজ হল ফূর্তি ,পয়সা উপার্জন ইত্যাদি। আমাদের জীবনটা কি এটাই?আমরা কি কখনও ভাবি না আমরা কিভাবে সৃষ্টি হয়েছি?কিভাবে কথা বলছি,শুনছি,পড়ছি,নতুন কিছু আবিষ্কার করছি,আরো কত কিছু…।

এটা কিভাবে করছি এই কাজগুলো,কার সাহায্যে করছি,কে আমাকে সাহায্য করছে ?এটা কি কখনো ভেবে দেখেছি।

না… দেখি নি।আরে…সময় কই?কত কাজ…………

এই সাহায্যগুলো করছে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন।যার সাহায্য ছাড়া আমরা এক মূহুর্ত কল্পনা করা যায় না। আমরা এই সহজ উত্তরটা জানি।অথচ তাকেই কিনা আমরা মনে রাখি না ।ছি ছি কতই না অকৃতজ্ঞ আমরা।

আমাদের দৃষ্টিতে আমরা আশেপাশে যেসব প্রানি দেখি সেসব প্রানিরও প্রাণ আছে আমাদেরও প্রাণ আছে ।তাহলে পার্থক্যটা কি?আমরা সবাই জানি ,বুদ্ধি!!!তাই না……।এই বুদ্ধি থাকার ফলেই আমরা সৃষ্টির সেরা জীব।কিন্তু আমাদের এই বুদ্ধি থাকার পরও আমাদের এই বুদ্ধি নামক জিনিসটাতে এক আবরন অর্থাৎ মরিচা পড়ে বলতে পারি।অবাক করার বিষয় আমরা বিন্দুমাত্র বুঝতে পারছি না।কুরআনে আল্লাহ বলছেনঃ

“ আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি৷ আমি তাদেরকে ঢেকে দিয়েছি, এখন তারা কিছুই দেখতে পায় না৷

﴿وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ﴾

[সুরা ইয়াসিনঃআয়াত৯]

অর্থাৎ আমরা আল্লাহকে ভুলে যাবার ফলে আল্লাহ আমাদের ব্রেনের সামনে একটা দেয়াল দাঁড় করিয়ে দিয়েছেন।এর অন্যতম কারণ আমরা এই দুনিয়ার মোহে মত্ত হয়ে আছি।আমরা মনে করছি যে,আমরা ত ডাক্তার,ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়েছি,টাকা-পয়সা উপার্জন করছি,সমাজে খ্যাতি পাচ্ছি।তাহলে বুদ্ধিতে মরিচা পড়ল কিভাবে?প্রশ্নটা হতেই পারে…স্বাভাবিক।নাস্তিকদের সাথে সাথে মুসলিমদেরও একই অবস্থা।

এই মরিচা বা আবরণ পড়ার আন্যতম কারণ হল আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর দেওয়া শেষ আসমানি কিতাব আলকুরআন না পড়া।আর আল্লাহ তা’আলা কুরআনে বলছেনঃ

“ এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোন সন্দেহ নেই ৷ এটি হিদায়াত সেই ‘মুত্তাকী’দের জন্য।"

﴿الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ﴾

[ সূরা বাকারাঃআয়াত ২]



বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File