পৃথিবীটাই একটা রঙ্গ মঞ্চ,আমরা সকলেই অভিনেতা.....

লিখেছেন লিখেছেন টিমিম ১৪ মে, ২০১৩, ০৩:৫৯:২৬ দুপুর

বিডিটুডে'র এটাই আমার প্রথম পোষ্ট। আর লেখার বিষয় বস্তুনিলাম সাভার ট্রেজিডি'র নায়িকা "রেশমা", গত শুক্রবার বিকালে সাভারের ধ্বসেপড়া রানা প্লাজাথেকে সর্বশেষ উদ্ধার পাওয়া মিরাকেল কন্যা রেশমা তখন টপ অবদ্যা কান্ট্রি ও টপ অবদ্যা ওয়ার্ল্ড হয়েছিল। খবরটা শোনার পরে অনেকবার 'আল্লাহুআকবার' বলে তাকবীর দিয়েছিলাম। গতকয়েকদিনের সোলাল মিডিয়া ও বিভিন্ন ব্লগে রেশমা নিয়ে অনেক লেখা অনেক মন্তব্য পড়েছি। গতকাল্য রেশমার সংবাদ সম্মেলন থেকে রেশমার নিজের মুখথেকে কিছু কথা শুনলাম এবং তার পরই এই ব্লগ লিখতে বসলাম। যেই কারণে আমার কাছে মনেহয়েছে যে, রেশমার উদ্ধার হওয়াটা ফেইক তা আপনাদের সাথে শেয়ার করলাম । তবে এটা একান্তই আমার বেক্তিগত মতামত।

তারআগে আমার নিজের কিছু কথা আপনাদের জানানো একান্ত প্রয়োজন। ২০১১ সালের ১৭ ই ফেব্রুয়ারী যখন লিবিয়াতে সরকার বিরুধী যুদ্ধ শুরু হয় তখন আমি বেনগাজীতে ছিলাম। (এখনো আল্লাহর রহমতে আমি বেনগাজীতে আছি) তখন ২ সপ্তাহ আমাদের খাবার দাবার কোন সমস্যা হলোনা। দুইসপ্তাহ পর আমাদের মজুদ খাবার যখন ফুরিয়ে এল তখন অবস্থা ভয়াবহ, সারাদিন না খাওয়া ঘর থেকে বাহির হতে পারিনা। বিকালে (কখনো কখনো রাত ৮/৯) শুধু তেল ও লবন দিয়ে সিদ্ধকরা চাউল এর ভাত কিছু সেচ্ছাসেবক লিবিয়ানরা দিয়েযেত আমাদের কেম্পে তাও ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল, ৩০০ গ্রাম চাউলের ভাত ৪জনকে ভাগ করেদিত সারাদিন শুদু এই কয়টা ভাত (তেল ও লবণ দিয়ে সিদ্ধকরা) এইভাবে ৭/৮দিন চলার পরে কেম্পের সকলের অবস্তা এমন হলো যে শুইথেকে উঠতেই পারিনা। মাথা চক্কর দিয়া উঠে আর কেম্পের বেশিরভাগ লোকই বিছানা ধরেছিল। সম্ভবত ১০দিন পরে লিবিয়ান যুদ্ধা আমাদেরকে হাসপাতালে ভর্তি করেদেয়। এটা আমার বেক্তিগত অভিগ্যতা । রেশমা গতকাল্য সংবাদ সম্মেলনকরে বল্ল, ৪/৫পিছ বিস্কুট ও ১ বোতল পানি খেয়েই সে অন্ধকার মৃতুকূপে ১৭দিন অতিবাহিত করেছে। সে আরো বল্ল, উদ্ধার হওয়ার কিছুক্ষন আগে উদ্ধারকর্মিদের কাছথেকে টর্চলাইট নিয়ে সে কাপড় বদল করেছে। তার পড়নের কাপর দূর্ঘটনার সময় ছিড়েগিয়েছিল। আমার মনটা এখানেই সায় দেয়না যে ৪/৫টি বিস্কুট ও ১বোতল পানি খেয়ে ১৭দিন পর তার শারীরিক অবস্থা যেমন হওয়ার কথা সেই অবস্তায় কিছুতেই সে অন্যের সাহায্য ব্যাতিত দাড়িয়ে হাঁটাচলা করতে পারার কথা না। এটা আমি ১০০% গ্যারান্টি দিতে পারি। কারণ উপরে আমি আমার নিজের অবিগ্যতাথেকে জানি। রেশমার গতকাল্যর সংবাদ সম্মেলন করার ও কথা ছিলনা। কারণ আমরা ১সপ্তাহ হাসপাতালে ছিলাম আর রেশমা ৩দিন পরেই সংবাদ সম্মেলন করলো। রেশমার গতকাল্য'র সংবাদ সম্মেলন দেখে শরৎচন্দ্র'র একটি লেখার কথা মনে পড়েগেল "মদ খেয়ে কেউ যদি বলে আমি মাতাল না, তবে বুঝতে হবে হয়সে মদ খায়নি, অথবা সে মিথ্যা কথা বলতেছে" সকলেই ভালথাকবেন আশাকরি।





বিষয়: বিবিধ

১৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File