কালনাগিনীর বংশটাকে দাও করে বিলীন
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ০৮ আগস্ট, ২০১৩, ১১:০৫:৩৩ রাত
ঈদ এসেছে নিদ ভেঙ্গেছে
ঘুম ভাঙ্গেনি তাও
স্বৈরাচারের বুলেট বোমায়
আর কত লাশ চাও?
মীরজাফরের বংশধরে
বুকের ছাতি ফুলায়
দিনরজনী চোখের কাছে
আস্ত মুলা ঝুলায়।
লুট করেছে পদ্মাসেতু
লুট করেছে মান
বুলেট বোমায় লুট করেছে
তপ্ত তাজা প্রান।
আর কতো কাল দেখবে বলো
শুধুই চেয়ে চেয়ে
কালনাগিনী ছোবল দিতে
আসছে আবার ধেয়ে।
ও সাপুড়ে আয় বেরিয়ে
বাজাও মরণ বীণ
কালনাগিনীর বংশটাকে
দাও করে বিলীন।
বিষয়: বিবিধ
১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন