ডাঃ ইমরানের নতুন নাটক
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ১৯ জুন, ২০১৩, ০৮:৫৫:০০ সকাল
ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় তথাকথিত গণজাগরন মঞ্চের মূল হোতা ডাঃ ইমরান এইচ সরকারকে নিয়ে মঙ্গলবার একটি রিপোর্ট ছাপা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে ইমরান আত্মগোপন করেছেন। রিপোর্ট প্রকাশের পরই নতুন করে আলোচনায় আসেন ইমরান। ৫ মে হেফাজতে ইসলামের ওপর নিরাপত্তা বাহিনীর নির্মমতার পর অনেকটাই লাপাত্তা ছিলেন ইমরান সরকার ও তার সাঙ্গপাঙ্গরা। এরপর চার সিটি নির্বাচনে ইমরানের অনুসারীদের চরম ভরাডুবির পর ইমরান এবং তার অনুসারীদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি পরাজিত ভক্তদের শান্তনা দেয়ার ভাষাও হারিয়ে ফেলেছিলেন সরকার মশাই। দেশবাসীর চোখের আড়াল থেকে যখন হারিয়ে যেতে বসেছিলেন জাগরণীরা ঠিক সেই মুহুর্তে গার্ডিয়ান নতুন করে আলোচনায় আনলো ডাঃ ইমরানকে। গর্ত থেকে হঠাৎ বেরিয়ে এসে মিডিয়ার সামনে হাজির হলেন তিনি। শুকনো মুখে আবারও অনেক বড় বড় কথা বললেন। তবে, এবার ইমরান সাহেব মিডিয়ার সামনে হাজির হয়েছেন মুখভর্তি দাড়ি নিয়ে। এ থেকেই বুঝা যায় তিনি বৈরাগ্য জীবন যাপন শুরু করেছেন। অনেকেই বলছেন, গার্ডিয়ানের রিপোর্ট ডাঃ ইমরান গং দের নতুন নাটক। দেশবাসীর চোখের আড়ালে হারিয়ে যাওয়া ইমরান নতুন করে আলোচনায় আসার জন্যই এই রিপোর্ট প্রকাশ করিয়ে থাকতে পারে। তবে, যাই হোক ডাঃ ইমরান এবং তার অনুসারীদের দিনকাল যে ভালো যাচ্ছেনা এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত। বেচারার জন্য সত্যিই দুঃখ হয়!
বিষয়: বিবিধ
১৫৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন