মওদুদিবাদ বলে কোন মতবাদ নেই
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ১৮ জুন, ২০১৩, ০৪:৩৩:৫২ বিকাল
মওদুদিবাদ বলে পৃথিবীতে কোন মতবাদ নেই। সাইয়্যেদ আবুল আ’লা মওদুদি নিজের কোন মতবাদ প্রচার করেননি। ইসলামকে বিপ্লবী আদর্শ হিসেবে মুসলমানদের সামনে তুলে ধরাই তাঁর অপরাধ কারো কারো কাছে। কওমি আলেমগন সারাজীবন মওদুদীর বিরুদ্ধাচারণ করেছেন। তিনি মুসলমানদের ইসলামের নামে রাজনীতি করতে শিখিয়েছেন; মুসলমান তরুণদের বিপ্লবী হতে উৎসাহিত করেছেন এমন হাজারো অভিযোগ তাঁর বিরুদ্ধে। এইসব কওমি আলেমগন এক সময় রাজনীতিকে হারাম ফতোয়া দিয়েছেন। অথচ আজ দেশের কওমি আলেমদের বড়ো অংশ সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত। এক সময় যারা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সাথে এক টেবিলে জামায়াত নেতাদের বসা নিয়ে কটাক্ষ করতেন; আজ তারাই কেউ খালেদা জিয়ার পাশে আবার কেউ হাসিনার পাশে বসেন। সুতরাং মওদুদিকে নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করে সত্যিকারের মুসলমান হিসেবে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিন। দ্বন্দ্ব বিভেদ ভুলে ইসলামের পক্ষে এক হয়ে রাজপথে নেমে আসুন। ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সকলে মিলে ঝাঁপিয়ে পড়–ন।
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন