সেনা মোতায়েনে আ’লীগের ভয় কিসের?

লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ১৩ জুন, ২০১৩, ০৫:১৩:১১ বিকাল



বাংলাদেশ আওয়ামীলীগ দেশের অন্যতম প্রবীন রাজনৈতিক দল। তারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানের পাশাপাশি একাধিকবার দেশ পরিচালনার অভিজ্ঞতায় সমৃদ্ধ। অথচ সব সময় সেনাবাহিনীর ব্যাপারে কেন জানি ভয় তাদের। মেজর জেনারেল জিয়াউর রহমান, এরশাদ এবং সর্বশেষ জেনারেল মইন ইউ আহমেদের শাসনামলের কথা কেন জানি মন থেকে মুছতেই পারেনা আ’লীগ। জেনারেল মইনের সরকারকে নিজেদের আন্দোলনের ফসল দাবি করলেও বিরোধীদলী নেত্রীকে বারবার সেই আমলের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে কেয়ারটেকার আন্দোলনকে পাশ কাটানোর চেষ্টা করছেন শেখ হাসিনা। তার কথায় পরিস্কার যে, তিনি সেনাবাহিনীর উপর কোন মতেই আস্থা রাখতে পারেন না (?) গত সাড়ে চার বছরে দেশের বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচনে বারবার সেনা মোতায়েনের দাবি তোলা হলেও সরকার তাতে রাজি হয়নি। ১৫ জুন অনুষ্টিতব্য চার সিটি নির্বাচনেও সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন মেয়র প্রার্থীরা। কিন্তু এখনো সেনা মোতায়েনের বিরুদ্ধে অনড় সরকার এবং নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের আইন-শৃংখলা পরিস্থিতির প্রয়োজন তা এই মুহুর্তে নেই এটা সরকার সমর্থকরা ছাড়া সবাই বিশ্বাস করে। বিশেষ করে গতরাতে বরিশাল সিটি নির্বাচনে বিরোধী দল সমর্থিত প্রার্থীকে লক্ষ্য করে পুলিশের গুলি চালানোর ঘটনা সবকিছূ পানির মত পরিস্কার করে দিয়েছে। আজ জাতীয় সংসদেও সেনা মোতয়েনের দাবি তুলেছেন বিএনপির এমপিরা। তারপরও সরকার এবং নির্বাচন কমিশন সেনা মোতায়েনের বিপক্ষে।

এতকিছুর পরেও আওয়ামীলী সেনা মোতায়েনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কেন? গোটা জাতি যখন সেনা বাহিনীকে একমাত্র নিরপেক্ষ বাহিনী হিসেবে মনে করে তখন আওয়ামীলীগের কিসের এতো ভয়? সমালোচোকরা বলছেন, সরকারের জনপ্রিয়তায় যে মহাধস নেমেছে তা দেশবাসী যেন জানতে না পারে সেজন্য চার সিটি নির্বাচনকে টার্গেট করেছে আওয়ামীলীগ। যেকোন মূল্যে চার সিটিতে দলীয় প্রার্থীদের মেয়র পদে জিতিয়ে তারা প্রমাণ করতে চায় সরকারের জনপ্রিয়তা মোটেও কমেনি। বরং জনগণ বিরোধী দলকে প্রত্যাখ্যান করেছে। জনমত যেহেতু তাদের পক্ষে নেই তাই যেকোন উপায়ে জোর করে হলেও নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে হবে। পুলিশ-র‌্যাব যেহেতু দলীয় বাহিনীর ভূমিকা পালন করতে সেহেতু তাদের নিয়ে কোন মাথা ব্যথা নেই। কিন্তু সেনাবাহিনী এ্যাকশনে নামলে তারা কাউকে ছাড় দেবেনা এটা নিশ্চিত ভেবেই বারবার গণদাবি উপেক্ষা করে সরকার সেনা মোতায়েন না করার সিদ্ধান্তে অনড় রয়েছে।

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File