যেকারনে আওয়ামীলীগ এতো বেপরোয়া
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ৩০ মে, ২০১৩, ০৩:৩২:২৩ দুপুর
ক্ষমতা গ্রহনের পর থেকেই একের পর এক বিশাল বিশাল দূর্নীতি, দলীয় কর্মিদের সন্ত্রাস, চাাঁদাবাজী, খুনাখুনি, পুলিশের গণহত্যাসহ নানা কারনে জনগণ মহাজোট সরকারের ওপর নাখোশ। ভূল পররাস্ট্রনীতির কারনে বিদেশের সাথে সম্পর্কও ভাল নয়। বিদেশি বিনিয়োগ থমকে গেছে। অর্থনীতি রয়েছে ইনটেনসিভ কেয়ারে। জনসমর্থন নেমে গেছে তলানিতে। তারপরেও সরকার ড্যামকেয়ার! কাউকে পরোয়া করছেনা। যা খূশি তাই করছে। বিরোধী দল রাজপথে দাঁড়াতেই পারছেনা। দেশের একমাত্র নোবেল বিজয়ীকে যাচ্ছেতাই ভাবে অপমান করা হল। দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হল। জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়া হল। সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল বন্ধ করা হল। দেশের বেশিরভাগ মানুষ নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নিবাচন চাইলেও কেবলমাত্র আওয়ামীলীরে ইচ্ছে পূরণের জন্যকার গণদাবি উপেক্ষা করে দলীয় সরকারের অধিনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন প্রভাবশালী দেশ বিরোধী দলের সাথে সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধানের পরামর্শ দিলেও সরকার তা করছেনা। দেশের শীর্ষ আলেমদের জেলখানায় অঅটকে রেখে নির্যাতন করা হচ্ছে। প্রশ্ন হলো- যে সরকারের জনসমর্থন কমে সেই সরকার এসব করছে কিভাবে? কার শক্তিতে তারা এসব করছে? এই প্রশ্নের কমন জবাব হলো প্রতিবেশি ভারতের সমর্থনেই সরকার এত ঝুঁকিপূর্ন কাজ করতে পারছে। কিন্তু কেবলমাত্র ভারতের আশীর্বাদেই শেখ হাসিনা ন নিয়ে খেলছেন সেটা কিন্তু নয়; শেখ হাসিনার পিছনে নাকি এর চেয়েও বড় শক্তি রয়েছে!
সকলেই জেনেছেন অনেক দিনের সাধনার পর অবশেষে মার্কিন যুক্তরাস্ট্রের সাথে টিকফা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ১৯৯৬ সালে ক্ষমতায় এলেও চুক্তি সই করেনি আ’লীগ। বেগম খালেদা জিয়াও দেশের স্বার্থ বিরোধী এই চুক্তিতে সই করেনি।এবার সেই সর্বনাশা চুক্তিতে সই করতে রাজি হয়েছেন শেখ হাসিনা। খুব দ্রুততম সময়ে চুক্তিটি সই হবে। শোনা যাচ্ছে এই চুক্তি সই হলে আমেরিকা ইচ্ছেমত বাংলাদেশের মাটিতে ব্যবসা বানিজ্য, সামরিক কর্মকান্ড পরিচালনার সুযোগ পাবে। বাংলাদেশে বসেই তারা চিরশত্র“ চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে। আমেরিকার দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ করায় ওবামা প্রশাসন শেখ হাসিনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বলে গুঞ্জন উঠেছে। যেহেতু বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন যুক্তরাস্ট্রের নেপথ্য ভূমিকা থাকে তাই শেখ হাসিনা এবং আ’লীগ আবারও যেকোন মূল্যে ক্ষমতার চেয়ারে বসছেন এটা নিশ্চিত ভেবেই নাকি তারা এতোটা বেপরোয়া?
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন