নাস্তিকরা এবার কি বলবে?
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ১০ মে, ২০১৩, ০৪:৫৬:৩৬ বিকাল
সাভারের রানা প্লাজা ধসের দীর্ঘ ১৭ দিনের মাথায় সবাইকে অবাক করে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো রেশমা বমে নামের এক মহিলাকে। রানা প্লাজার নিচতলায় বেজমেন্টের মসজিদের ভেতর অক্ষত অবস্থায় কোন কিছু না খেয়ে ১৬ দিনেরও বেশি সময় বেঁচে ছিলেন রেশমা। আজ বিকেল ৪টা ২৬ মিনিটে সেনাবাহিনির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানরা রেশমাকে মাটির নচি থেকে বের করে আনে। এটি বিমে।বর ইতিহাসে অনন্য এক ঘটনা। এর আগে এতোদিন ধ্বংসস্তুপের নিচে জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধার কাজ চলার সময় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হাসান সরওয়ার্দি সবাইকে দু’হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে বললেন। সাথে সাথে সবাই দু’হাত তুলে মহান রবের নিকট রেশমার জীবন ভিক্ষা চাইলেন। টেলিভিশনের পর্দায় এ দৃশ্য দেখে মনের অজান্তেই দুই হাত তুলে মুনাজাত শুরু কলাম। মনের সবটুকু আবেগ দিয়ে দোয়া পড়লাম। অবশেষে আল্লাহ রাব্বুল আ’লামিন সুস্থ্য অবস্থায় রেশমাকে বাইরের আলোয় বেরিয়ে আসার সুযোগ দিয়েছেন। সুনহানাল্লাহ।
যেসব নাস্তিক বন্ধুরা আল্লাহ রাব্বুল আ’লামিনের অস্তিত্বে বিশ্বাস করেনা। যারা মনে করে আল্লাহ বলে কেউ নেই (?) তারা এখন কি বলবেন? দীর্ঘ ১৬ দিন দালানের নিচে কে বাঁচিয়ে রেখেছিল রেশমাকে? মেডিকেল সায়েয়ন্স যেখানে বলছে ৭২ ঘন্টার বেশি সময় কোন মানুষ না খেয়ে জীবিত থাকতে পারেনা; তখন টানা ৪৯ ঘন্টা কিভাবে বেঁচে ছিলেন রেশমা? মহান আল্লাহর অশেষ রহমত ছাড়া এটাকি সম্ভব? আল্লাহ ছাড়া অন্যকোন মক্তি কি আছে যে মানুষকে এতো দিন না খেয়েও জীবিত রাখতে পারে? নাস্তিকরা এই জ্বলন্ত দৃষ্টান্ত চোখের সামনে দেখার পর সঠিক পথে ফিরে আসবেন নিশ্চয়??
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন