মিথ্যার জয়
লিখেছেন লিখেছেন মনেরকথা ২৪ এপ্রিল, ২০১৩, ১০:২৫:৩০ সকাল
দেশের কথা যতই ভাবি
ততই ব্যথা লাগে,
মিথ্যার এত দাপট হবে
কে জানিতো আগে।
সত্যের গলা চেপে ধরে
মিথ্যা চলে বুক ফুলিয়ে,
মানবতা ভূলুন্ঠিত
ঐ মিথ্যার যাতাকলে।
সবাই বলে মিথ্যা কথা
সত্যবাদী দিশেহারা,
বিশ্বাস যেন উঠে গেছে
এই বিশ্বজগৎ থেকে।
যে যার মত চুরি করে
দেশের কথা নাহি ভাবে,
নিত্য চলছে এ সব খেলা
ধারাবাহিক ভাবে।
দেশের কথা যতই ভাবি
ততই ব্যথা লাগে।
বিষয়: Contest_mother
১৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন