বাসে অগ্নিসংযোগ নিয়ে খালেদার প্রশ্ন:

লিখেছেন লিখেছেন আরিয়ান খান ১৩ নভেম্বর, ২০১৩, ০১:৩২:১৯ দুপুর

হরতালে গাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়া।মঙ্গলবার রাতে বেগম খালেদা জিয়া তার ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে লিখেন, ১৮ দল বা এর অঙ্গসংগঠন হরতালে গাড়ীতে অগ্নিসংযোগ করেনি। ১৮ দলের ডাকা হরতাল তারা শান্তিপূর্ণভাবেই পালন করছে। তারপরও রাজধানীতে একের পর এক গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই নৃশংসতা কারা করছে তারই যুক্তি তুলে ধরে তিনি পাঁচটি প্রশ্ন উত্থাপন করেছেন সকলে শ্রেণীপেশার মানুষের কাছে। এছাড়াও তিনি মনে করেন, আইনশৃঙখলা বাহিনী এ পাঁচটি প্রশ্নের উত্তর খুজে পেলে এই নৃশংসতার প্রমাণ পাওয়া সম্ভব।বেগম খালেদা জিয়ার পাঁচটি প্রশ্ন-

- এক এলাকা বা রুটের বাস এই হরতালের মধ্যে কীভাবে এবং কেন সম্পূর্ণ বিপরীত এলাকায় যাচ্ছে?

- নাটকীয় ভাবে সেই বাসগুলোতেই কেন অগ্নিসংযোগ ঘটছে?

- সারা শহরে এত হাজার হাজার পুলিশ-র‌্যাব থাকলেও সেসব অগ্নিসংযোগের সময়ে ঘটনাস্থলে তাদের টিকিরও দেখা পাওয়া যায় না কেন?

- হাজার হাজার পুলিশের একজনও যে অগ্নিসংযোগের ঘটনাস্থলে থাকতে পারছে না, সেখানে বলা কওয়া ছাড়া রাশি রাশি সাংবাদিক, তাদের ক্যামেরাম্যান আর গাড়ি কী করে থাকছে?

- বিএনপি নেতাকর্মীদেরকে পারলে পাতাল থেকেও খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু অগ্নিসংযোগকারী একজনকেও কেন পুলিশ ধরতে পারে না?

*উৎস: বিডিটুডে।

লিঙ্ক: http://www.bdtomorrow.com/newsdetail/detail/200/54720

বিষয়: রাজনীতি

১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File