বৃথাই তর্জন-গর্জন!!
লিখেছেন লিখেছেন আরিয়ান খান ১১ অক্টোবর, ২০১৩, ০৫:৫৩:১৯ বিকাল
২৫ অক্টোবরের পর দেশ চলবে বিএনপির কথায়- বিরোধী দলের নেতাদের এ বক্তব্যের তীব্র সমালোচনা করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের আন্দোলনের হুঙ্কার আষাঢ়ের তর্জন-গর্জন। তিনি বলেন, দেখতে দেখতে তো সরকারের মেয়াদ ফুরিয়ে এলো। এতদিন হুমকি দেয়া হতো পরীক্ষার পর, ঈদের পর ইত্যাদি দিবসের পর কঠোর আন্দোলন হবে। কিন্তু আন্দোলন আর কবে হবে। এসব হুঙ্কার দিতে দিতে তো সরকারের মেয়াদই শেষ হবার পথে কিন্তু আন্দোলন তো হলো না। আগামী ২৫ অক্টোবরের পর যে শো-ডাউনের কথা বলা হচ্ছে তা হবে আসলে নির্বাচনীশো-ডাউন। তিনি বলেন, নেতাকর্মীদের চাঙ্গা করতেই বিরোধী দলের নেতারা অনেক কথাই বলছেন।সূত্রঃ নয়াদিগন্ত, লিঙ্ক- http://www.dailynayadiganta.com/welcome/post/24378#.UlflQV18uo8
বিষয়: রাজনীতি
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন