* শাহবাগী ব্লগার ও আমরা কে কোথায়?
লিখেছেন লিখেছেন আরিয়ান খান ১৬ এপ্রিল, ২০১৩, ০৩:৪২:৫৬ দুপুর
'ব্লগার' শব্দটি বর্তমান সময়ে অতি পরিচিত একটি শব্দ। সেইসাথে এই শব্দটি এতটা আলোচিত হবার পিছনে কিছু কারণ আছে। প্রথম দিকে 'মানবতা বিরোধী' অপরাধের মামলায় 'কাদের মোল্লা'র যাবতজীবন কারাদন্ডের রায় ঘোষনার পর ব্লগারদের একটি অংশ এ রায়ের বিরোধীতা করে তার ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করলে, এ শব্দটি সাধারন মানুষের মাঝে ধীরে ধীরে পরিচিত হতে থাকে। ব্লগাররা ঢাকার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট 'শাহবাগ চত্ত্বর' দখল করে দিনের পর দিন আন্দোলন করতে থাকে। প্রথমে তারা 'কাদের মোল্লা'র ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করলেও পরবর্তিতে এ মামলায় অভিযুক্ত সকল আসামির ফাঁসি দাবি করেন তারা। তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে সরকার তাদের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে। এর পর তারা জামাত-শিবির নিষিদ্ধ সহ ৬ দফা দাবীতে অবরোধ চালিয়ে যেতে থাকে। স্লোগানে স্লোগানে এবং বিভিন্ন ব্লগে তারা অভিযুক্তদের ও জামাত-শিবিরের বিরুদ্ধে নানান কথা বলতে থাকে। বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেল তাদের এই নিউজ দিনের পর দিন অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করতে থাকে। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতই চলছিল।
কিন্তু...
শাহবাগি কতিপয় নাস্তিক ব্লগার যখন ইসলাম ও মহানবী(সাঃ) কে নিয়ে কটুক্তি করে ব্লগ লেখা শুরু করলো, বিপত্তিটা হলো তখনই। প্রতিবাদে উত্তাল হয়ে উঠল দেশ,বিক্ষোভে ফেটে পড়ল ইসলামপন্থী দলগুলো। তার সাথে একাত্ত্বতা ঘোষণা করলো বিভিন্ন দল ও সংগঠন। নাস্তিক ব্লগারদের ফাসির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকলো তারা। এরই ফলশ্রুতিতে কয়েকজন নাস্তিক ব্লগারকে গ্রেপ্তার করা হল। গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে নাস্তিক বলে ঘোষণাও দিলো। কিন্তু শাহবাগিরা তাদেরকে রক্ষার জন্য নাকি-কান্না শুরু করে দিলো। ব্লগার ও শাহবাগিদের মুখপাত্র বলে পরিচিত 'ইমরান' (যদিও সে শুধু শাহবাগি ব্লগারদের নেতা) প্রকাশ্যে নাস্তিকদের পক্ষ নিয়ে তাদের মুক্তি দাবি করলেন। উল্লেখ্য যে,এর আগে 'শাহবাগিরা নাস্তিক' বলে বিভিন্ন ইসলামি সংগঠন যে প্রচার করেছিল,ইমরানের বক্তব্যে তার অনেকটা প্রমাণ মিলেছে। পাশাপাশি 'ব্লগার মাত্রই নাস্তিক' সাধারণ মানুষের মনে এমন একটি ভ্রান্ত ধারণা জন্ম নিয়েছে। আর 'ব্লগার' শব্দটি এখন নেতিবাচক শব্দ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আজ সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমাদেরকে ভূল বুঝবেন না। ধানের মধ্যে চিটা থাকে, তাই বলে সব ধানই চিটা নয়। সব ব্লগারই নাস্তিক নয়,সব ব্লগারই শাহবাগি নয়। নাস্তিকদের পরিচয় শুধুই নাস্তিক। দয়াকরে 'ব্লগার' শব্দটাকে ভূল বুঝে বিতর্কিত করবেন না।$$
বিষয়: বিবিধ
৩০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন