আড়চোখ

লিখেছেন লিখেছেন ভবের নায়ক ১৫ এপ্রিল, ২০১৩, ০৭:৫৯:১৪ সন্ধ্যা

ইউনিভারসিটি থেকে আজ কয়েক বন্ধু মিলে আসছিলাম।বলতে গেলে রাস্তা দিয়ে আসার সময় কয়েক জন এক সাথে থাকলে আমরা অনেক মজা করতে করতে আসি।৪-৫ জন বন্ধু ছিলাম,আর এর মদ্ধে ২ জন বন্ধুর খোচা খোচা দাড়ি ছিল আর ঠাকনুর উপর পেন্ট ছিল।আর ইদানীং সবসময় ভারসিটির আশে পাশে প্রচুর রেব ও টহল পুলিশ থাকে।তো আমরা কয়েকজন রেব আর পুলিশের সামনে দিয়ে যাচ্ছিলাম।আর তখন আমার ওই ২ বন্ধুর দিকে রেব-পুলিশ বার বার আড় চোখে তাকাচ্ছিল।অনেকটা পশ্চিমা সাদা চামড়াদারিরা যেভাবে কালো মানুষের দিকে তাকায়।কিছুক্কন পরেই আমি এর মরম উদ্ধার করলাম-তাদের ২ জনের অনেকটা ইসলামপন্থী পোশাক পরিধানের কারনেই ওরা এভাবে তাকাচ্ছিল।আর তখনি আমি প্রচন্ড মরমাহত হলাম।হায় কেন এই আড়চোখ।এভাবে পোশাক পড়া কি সামাজিক অপরাধ।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File