বদিউজ্জামান থেকে কামরুজ্জামান
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৫ নভেম্বর, ২০১৪, ০৮:২৩:৩৯ সকাল
মুহতারাম কামরুজ্জামানের সাথে আমার নতুন করে পরিচয় হয় গত বছরের শেষ দিকে, শহীদ কাদের মোল্লার শাহাদাতের পর। কিছু ভালো লাগছিলোনা, হাটতে হাটতে আন্দরকিল্লার “আযাদ বুকসে” গেলাম।
“আযাদ বুকস” এর স্বত্তাধীকারি মুহতারাম মাওলানা আবুল কালাম আযাদ ছাহেব মায়া করে বললেন, কেমন আছো ? ছোট্ট উত্তরে বললাম ভালো, - ইসলামী আন্দোলনের আজকের অবস্থা নিয়ে কোন বই আছে ? জিঞ্জেস করলাম মাওলানাকে ।
একটু ভেবেই তিনি আমার হাতে দিলেন মুহতারাম কামরুজ্জামানের লেখা বই “বদিউজ্জামান সায়ীদ নুসরী” বইটি । যেখানে তুরস্কের ইসলামী আন্দোলন নিয়ে বিশেষত ‘সায়্যখ বদিউজ্জামান সায়ীদ নুসরী’ সম্পর্কে বিস্তারীত লিখেছেন তিনি। কামালা পাশা কিভাবে তুরস্কে ইসলাম ও ইসলামী আন্দোলনকে ধ্বংষ করেছে এবং বদিউজ্জামান সায়ীদ নুসরী সেই ভঙ্গুর সমাজে হাজারো নির্যাতনে শুধু মাত্র নিরবতা আর লেখনি দিয়ে কিভাবে পরিবর্তণ এনে আজকের তুরস্ক দাঁর করিয়েছেন তার ইতিহাস আছে এ বইয়ের পাতায় পাতায়।
ঐ বইটি দিয়েই মুহতারামের সাথে আমার নতুন পরিচয় ! বড় দরদে লিখেছেন তিনি বইটি । যদি পারেন বইটি পড়ে নিবেন, বইটির আবেদন বর্তমান বাংলাদেশের সাথে পুরোপুরি মিলে যায়। হয়তো মুহতারাম কামরুজ্জামান আজকের দিনকে সামনে রেখেই বইটি লিখেছিলেন !
হে আল্লাহ আজ বাংলার জমিনে একজন “বদিউজ্জামান সায়ীদ নুসরী”কে পাঠাও । আর এই জুলুমের বিচারের ভার ছেড়ে দিলাম সর্বশক্তিমান আল্লাহর ওপর । যিনি আছেন ঐ আঁরশে আজীমে।
আল্লাহ বলেন : “হে ঈমানদারগন! তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কেসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি-স্বাধীন ব্যক্তির বদলায়, দাস-দাসের বদলায় এবং নারী-নারীর বদলায়। অতঃপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেয়া হয়, তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালভাবে তাকে তা প্রদান করতে হবে। এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যাক্তি বাড়াবাড়ি করে, তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব “
[সূরা : বাকারাহ -১৭৮]
আহমদ মুসা ヅ
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেটে কি পাওয়া যাবে বইটা?
মুহতারাম কামরুজ্জামান সাহেবের মুক্তির ফায়সালা করে দিতে'রোজা' রেখে আমার ছোট্ট বোন ফরিয়াদ জানাচ্ছে মহান আল্লাহর দরবারে! প্রবাস থেকে আমাদেরও দোয়া-হে পরাক্রমশালী আল্লাহ!তুমি বর্তমান জুলুমের সঠিক বদলা নাও!তোমার জমিনে তোমার দ্বীন কে প্রতিষ্ঠার আন্দোলনে মুমিনদের সহায় হও!
এই দেশে যে অবিচার চলছে ইনশাআল্লাহ তার বিচার হবে।
মন্তব্য করতে লগইন করুন