বাতিলের অপ-প্রচার সম্পর্কে সচেতন হোন, ইমান বাচান ...

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৯ এপ্রিল, ২০১৪, ০৮:৫৫:২০ সকাল

“ভাঙনের মুখে হেফাজতে ইসলাম” বা “আল্লামা শফীকে রেলওয়ের ৩২ কোটি টাকার জমি উপহার।” [ নাউজুবিল্লাহ] এই ধরনের হাজারো ভুয়া খবরে নিউজ পোর্টাল ও এফবি নিউজফিড এখন পূর্ণ । বিশ্বাষী ভাইদের বলবো এমন সব ভুয়া খবরে বিশ্বাষ করবেন না। লাইক বা কমেন্টে যাবেন না। অন্যথায় একজন ইমানদার মুসলমান ও ওলামায়ে কেরামের বিপরিতে দাড়ানোর জন্য কাল কেয়ামতের ময়দানে আপনাকেও জবাবদিহি করতে হতে পারে ।

হেফাজতের সাম্প্রতিক ভুমিকাতে আমি নিজেও বিব্রত। কিন্তু এর জন্য আল্লামা শফী বা হেফাজত কেওই সরাসরি দায়ি নয় । বরং রাজনৈতিক অপরিপক্কতাই কারণ। তাই বলে এটা কখনোই বিশ্বাষ করা যাবেনা আল্লামা শফী বা হেফাজত নেতারা বাতিলের কাছে বিকে গেছেন। এটা কখনো হতে পারে না।

বাতিলের অপ-প্রচার সম্পর্কে সচেতন হোন। ইমান বাচান।

বিষয়: রাজনীতি

১১৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209924
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ সচেতনতামুলক একটি পোস্ট শেয়ার করার জন্য।
209956
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গত কয়েকদিন ধরেই সরকার পক্ষিয় পত্রিকাগুলি বিএনপির অতি সমর্থক হয়ে গেছে। জামায়াত এর সাথে আওয়ামি লিগ এর সমঝোতা নিয়ে নিউজ করছে রেগুলার। আর হেফাজত নিয়ে এই ধরনের নিউজ করছে।
এদের উদ্দেশ্য হচ্ছে যদি আল্লামা সাঈদির ফাঁসি হয় তা হলে তো গেলই। আর যদি না হয় তা নিয়ে বিএনপি আর জামায়াত এর মধ্যে দুরুত্ব তৈরি। বিএনপির উচিত এসব ভেকধারি শুভাকাংখিদের থেকে সাবধান থাকা।
209981
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৭
হতভাগা লিখেছেন : 'হেফাজতের সাম্প্রতিক ভুমিকাতে আমি নিজেও বিব্রত। ''

০ সহমত । ৬ই মে এর পর হেফাজত নিজেদের হেফাজত নিয়েই বেশী ব্যস্ত হয়ে পড়েছে । এর ফলে তারা অনেক ডিফেন্সিভ মুডে চলে গেছে ।

৬ই এপ্রিল ও ৫ই মে বাংলাদেশের মানুষ তাদের যে লোক সমাগম দেখেছিল , যে রকম এপ্রোচ দেখেছিল , তাতে বেশ আশান্বিত হয়েছিল ।
মুখে / কাজে কিছু না করলেও মনে মনে তাদেরকে খুব সাপোর্ট করেছিল । কারণ হেফাজতের ১৩ দফা দাবীর সবগুলোই ঘুরে ফিরে এই দেশের অধিকাংশ মানুষেরই দাবী । এমন কি ভিন্ন ধর্মাবলম্বীদেরও ।

৬ই মে এর ম্যাসাকারের প্রতিবাদ তারা জুন-জুলাইয়ের সিটি কর্পোরেশন নির্বাচনে ভালভাবেই করেছিল ।

কিন্তু এই নীরব সমর্থনের ম্যাসেজ হেফাজত বুঝতে পারে নি । বিভিন্ন সময়ে হরতাল ও সমাবেশ ডেকেও সরকারের অনুমতি না পেয়ে বাতিল করেছে ।

লেটেস্ট , যাদের বিরুদ্ধে ৬ই মে এর ম্যাসাকারের অভিযোগ ছিল তাদের সেই সরকার , আওয়ামী লীগ ও ছাত্র লীগকে তাদের বন্ধু বলে ঘোষনা করা
http://www.amardeshonline.com/pages/details/2014/04/12/241183

গণজাগরনে ইমরানদের প্যাদানী খাওয়া http://www.amardeshonline.com/pages/details/2014/04/09/240890

এবং এর পর হেফাজতের ভিন্ন সুর এটাই স্মরণ করিয়ে দেয় যে , '' বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ''

১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১০
158587
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : রাজনৈতিক অপরিপক্কতাই কারণ।
209998
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৯
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : তেঁতুল শফি?
210023
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৯
আল সাঈদ লিখেছেন : সংবাদ সম্মেলন করে জানিয়ে দিক কোনটা সত্য। যারা ঈমানের কথা বলবে তারাই তো চুপ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File