শাহবাগ - হেফাজত পতনের পর .......

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১২ এপ্রিল, ২০১৪, ০৭:৪৬:২৪ সন্ধ্যা



গত দু’দিনের দুটি ঘটনা এই জাতির ইতিহাসে অন্যতম দুটি বড় আন্দোলনের পরিসমাপ্তি ঘটিযেছে । যদিও এর কোনটিই খুব সুখকর নয় । তার চেয়ে বড় কথা হলে দুটি আন্দোলনই একটি অন্যটির কাওন্টার হিসেবে সৃষ্টি হয়েছে এবং কাকতালিয় ভাবে দুটির পরিসমাপ্তিও একই সাথে ঘটলো তবে ভিন্ন ভাবে ।

কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে গণজাগরণ মঞ্চের আন্দোলনে শেষ পর্যন্ত যতটুকু সাধারনের অংশ ছিলো বলে মনে করা হত ; আজ আওয়ামী সমর্থন পুষ্টদের দ্বারা ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ও পদ থেকে অব্যাহতি দেয়ার ঘোষণার মাধ্যমে তার আসল একদলিয় রুপটাই দেয়া হল । মানে ঐ আন্দোলনের মৃত্যূ হল । আলহাম্দুলিল্লাহ ।

অন্যদিকে গণজাগরণ মঞ্চের নামে নাস্তিকদের আন্দোলনের বিপরীতে গড়ে ওঠা হেফাজতের আন্দোলন - হাজার শহীদের আন্দোলন ও গত দুদিনের সম্মেলনের আড়ালে আসলে সমাপ্তিই টানা হয়েছে । সরকারকে ‘বন্ধু’ বলে ঘোষণার মাধ্যমে তার আনুষ্ঠানিক ঘোষনা দেযা হয়েছে । হুজুররা জানাতে চেয়েছেন , যা হয়েছে অনেক হয়েছে ;আর না । এবার আমরা আমাদের আগের অবস্তানে ফিরে যেতে চাই ।

শুধু মাঝখান থেকে শহীদ হলেন মুহতারাম কাদের মোল্লাসহ হাজারো নাম না জানা মুজাহিদ ভাইয়েরা । যাদের নাম হয়তো এই পৃথিবী কখনো জানতে পারবে না ।

বিষয়: রাজনীতি

১২৬৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206578
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
মাটিরলাঠি লিখেছেন : চলুন সবাই আগের মতো দুশ বছরের জন্য ঘুম দেই আর ঈমান মজবুতের চেস্টা করতে থাকি।
206583
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
অনেক পথ বাকি লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো লাগলো ।
206592
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
মাজহার১৩ লিখেছেন : হুজুগে বা হঠাত তৈরী হওয়া কোন জনসমাবেশ কখনই দীর্ঘস্থায়ী আন্দলোনে রুপ দিতে পারেনা মানুষের সার্বিক আশা-আকাংখার পূরন করতে পারেনা তা নাস্তিরাও যেভাবে বুঝেছে তেমনি আস্তিকরাও বুঝেছে।
নাস্তিক আর আস্তিকের মধ্যে পার্থক্য যদি শুধু স্রষ্টায় বিশ্বাস আর ধর্ম হয়, তাহলে দুজনের পরিনতি ও স্থায়িত্ব একই হবে।
গনজাগরনের চেতনার মৃত্যুর সাথে সাথে হেফাজতের মৃত্যু সে কারনে হয়েছে। তবে হেফাজত ও গনজাগরনমঞ্চ মাঝে মাঝে উকিযুকি মারতে পারে তাই বিভ্রান্ত হওয়ার কারন নেই।
206598
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
আঁধার কালো লিখেছেন : হেফাজত ও গনজাগরনমঞ্চ মাঝে মাঝে উকিযুকি মারতে পারে তাই বিভ্রান্ত হওয়ার কারন নেই। ভালো লাগলো । ধন্যবাদ ।
206629
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৪
গ্রাম থেকে লিখেছেন : ধন্যবাদ, ভালো লাগলো।
206643
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৪
হতভাগা লিখেছেন : হেফাজত এখন সরকারের মন রক্ষা করে চলতে চায় । বাবু ন গরীর সাফারিংস দেখে উনাদের মনোবল শুণ্যের কোঠায় নেমে গেছে ।

নেতাদের একেক জনের বয়স তো ৬০ এর কম হবে না । এই বয়সে ডিমের স্বাদ তারা নিতে পারবে বলে মনে হয় না ।
206658
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩০
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : যত দিন বেচে থাকবো ; সেই শহীদদের স্মৃতি জজবা মনে ধারন করেই বাচবো । থাকবো প্রতিশোধের অপেক্ষায় তোমরা ভুলে গেছ : আমরা ভুলিনাই
206682
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:০১
বিন হারুন লিখেছেন : "শুধু মাঝখান থেকে শহীদ হলেন মুহতারাম কাদের মোল্লাসহ হাজারো নাম না জানা মুজাহিদ ভাইয়েরা"
নাস্তিক বিরোধী আন্দোলনের কারনে কি কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল?
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:১১
155288
আওণ রাহ'বার লিখেছেন : অন্ধকার এর মাঝে আলো কোথায় পাবেন আপনি??
আসলে যারা চোখে দেখেও দেখেনা তাদের ধারনা এরকম।
হেফাজত এর গাঁথুনি মজবুত এবং চলবে।
শহীদের রক্তের প্রতিটি ফোটা কথা বলবে।
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:৪০
155303
মাজহার১৩ লিখেছেন : ্পরিকল্পনাহীনভাবে উদ্ভ্রান্তের মত চললে সফল হওয়া যায় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File