শহীদ আব্দুল কাদের মোল্লা তনয়ার স্ট্যাটাস থেকে ......
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ২৪ মার্চ, ২০১৪, ১২:৩৯:২২ দুপুর
মাসুদ ভাই নির্বাচিত হবার পর সবার আগে সম্ভবত আম্মু কে ফোন দিলেন । আম্মু ভাইয়াকে অনেক দোয়া করলেন। আম্মু কে ফোন করার কারন ভাইয়া যেমন জানেন আমরাও জানি। আম্মু আর আমার কষ্টের ননা জলে ফোনের scrine ঘোলা হয়ে যায় । আব্বু বলতেন "আমার রক্তের বিনিময়ে যদি এদেশে ইসলামী আন্দোলন বেগবান হয় , তাহলে আমার এরকম মৃত্যু তে আমার কোন আফসোস নেই । আমি স্বপ্ন দেখি এদেশে আমরা সফল হব । তখন হয়ত আমি থাকব না ।
আমি দোয়া করি আমার বিনিময়ে যেন এদেশে ইসলামী আন্দোলন সফল হয় । "
চারিদিকে যখন বিজয়ের খবর পাই তখন মনে হয় আব্বুর দোয়া আল্লাহ কবুল করেছেন । আবার নতুন করে উজ্জিবিত
হই ।আমার বাবার , আমার ভাইএর রক্তের বিনিময়ে এই দেশের মাটি আমরা কিনে নিয়েছি , এই মাটি আমাদের হবে ইনশাআল্লাহ ।
সেদিন বেশি দূর না । আব্বু আপনার রক্তের বদলা আমরা এদেশে ইসলামী আন্দোলন সফল করার মাধ্যমে নিবোই নিব
ইনশাআল্লাহ ।
কপি : আমাতুল্লাহ শারমীন
[শহীদ আব্দুল কাদের মোল্লা তনয়া]
#শহীদ_আব্দুল_কাদের_মোল্লা তনয়া আমাতুল্লাহ শারমীনের স্ট্যাটাসটি এই পর্যন্ত বেশ কয়েকবার পড়া হয়েছে । বারবার চোখ ভিজে কিবোর্ড ছুচ্ছে অশ্রু । হে আল্লাহ , এমন ধৈয্য শক্তি দাও । যাতে প্রতিশোধের দিনে আমার হাত না কাপে ।
বিষয়: রাজনীতি
১৩৯০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামাতীরা লেখা পড়ায় লাড্ডু, গুড্ডু বুঝায় ্যায়
জামাতীরা লেখা পড়ায় লাড্ডু, গুড্ডু বুঝায় ্যায়
মন্তব্য করতে লগইন করুন