ক্রিমিয়া পরিস্থিতি ও কিছু প্রশ্নের উত্তর খোজার চেষ্টা ....
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৯ মার্চ, ২০১৪, ০৮:৩৩:০৪ রাত
↘খবর :ক্রিমিয়ায় ইউক্রেনের নৌঘাঁটিতে রাশিয়ার পতাকা ヅ
★কিছু প্রশ্ন ?: এই ঘটনা চীন ও ভারতের প্রতিবেশি ছোট রাষ্ট্রগুলোর আরো বুঝা জরুরি হয়ে উঠেছে।
ছোট্ট রাষ্ট্রগুলো কি ক্রাইমিয়ার মতো বড়দেশের পেটে ঢুকে যাবে? ক্রাইমিয়ার ভাষাগত ও নৃ-গোষ্ঠীগত মিলের জন্যই কি রাশিয়াকে ক্রাইমিয়ায় হস্তক্ষেপ করতে হয়েছে? পুঁজির আঞ্চলিক বিতরণ ও ক্ষমতার স্বার্থ কি এর পেছনে কাজ করেনি? সে কারণে ভূরাজনীতি ও সীমান্তের আধিপত্যের দিক থেকে এ শিক্ষা কি এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়?
✔উত্তর :ইউক্রেনের ঘটনা দক্ষিণ এশিয়ায় মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। অন্তত এ ঘটনা যে এ অঞ্চলের তুলনামূলক শক্তিশালী রাষ্ট্রগুলোকে নানানভাবে উসকানি দেবে তাতে সন্দেহ নাই। আফগানিস্তান ও পাকিস্তানের অস্থিতিশীলতা, ভারত-পাকিস্তান বিরোধ, চীন-ভারত সীমান্ত সংঘাত—এসবই উস্কানির প্রাথমিক যোগান ও উপাদান।
✔দক্ষিান এশিয়ার সবচেয়ে মজলুম ভৌগোলিক অবস্থান নিয়ে ভারতের পেটের ভেতর বেচে আছে বাংলাদেশ । সাম্প্রতিক সময়ে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা একটি নিযমিত বিষয়। তার ওপর যুক্ত হযেছে বাংলাদেশ সরকারের তিাবেদারি পররাষ্টনীতি ও সাংস্কৃতিক গোলামী। পার্বত্য চট্টগ্রামের সমস্যাতো আরো প্রকট।
✔এশিয়ায় একমাত্র দেশ চীন নিরাপত্তা পরিষদের সদস্য। গেল বছর ভারতের সীমান্তের অন্তত ১৯ কিলোমিটার ভেতরে চীনা সেনারা ঢুকে পড়ে। এসব আচরণকে আরো প্ররোচিত করতে পারে ইউক্রেনের ক্রাইমিয়ায় রাশিয়ার হস্তক্ষেপের উছিলার ঘটনা।
✔ইউক্রেন-ক্রাইমিয়া বনাম রাশিয়া এই ত্রিমাত্রিক ক্ষমতা সম্পর্ক ও লড়াই এমন এক জায়গায় জড়িয়ে গেছে, যেখানে ব্যাপারটা শুধু ইউরোপ বনাম রাশিয়ার আন্ত:দ্বন্দ্বই নয়, এর সাথে সারা বিশ্বই জড়িয়ে গেছে।
★বিষয়টি থেকে এশিয়ার দুই শিক্ষা :
✔প্রথমত- ইউক্রেনের ঘটনায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে ব্যর্থতার ও সীমাবদ্ধতার পরিচয় দিয়েছে, সেখানে আগামী দিনে এঘটনা থেকে এশিয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা কীরকম হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের দিক থেকে একটি গুরুতর প্রশ্ন।
✔দ্বিতীয়ত, এশিয়ার অভ্যন্তরীণ রাষ্ট্রগুলোরও এ ঘটনা থেকে সবক নিতে পারে। এশিয়ায় আঞ্চলিক ক্ষমতাধর রাষ্ট্রগুলোর পরস্পর যে বিরোধগুলো রয়েছে ইউক্রেনের ঘটনার সাথে তার বেশ কিছু মিল আছে। সীমান্ত বিরোধ ও জাতিগত সংখ্যালঘু সম্পর্কের মতো কিছু মিল আছে।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন