۩ ♪♫•*¨*•.¸¸(◕‿◕)¸¸.•*¨♫♪ আর মাত্র ৯৭ দিন : মেতে উঠুন ফুটবল বিশ্বকাপ জ্বরে♪♫•*¨*•.¸¸(◕‿◕)¸¸.•*¨*•♫♪ ۩

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৮ মার্চ, ২০১৪, ১০:৩২:৪৪ সকাল



২০১৪ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 2014 FIFA World Cup) হচ্ছে ফিফা বিশ্বকাপের ২০তম আসর। এটি একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। ২০১৪ সালের ১৩ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

facebook.com/2014 FIFA World Cup Brazilএটি হবে ১৯৫০ সালের বিশ্বকাপের পর ব্রাজিলের আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ। সেই সাথে মেক্সিকো, ইতালি, ফ্রান্স এবং জার্মানির পর ব্রাজিল হবে পঞ্চম দেশ যারা প্রত্যেকে দুইবার করে বিশ্বকাপ আয়োজন করেছে। এছাড়াও ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের পর এটি হবে আমেরিকা মহাদেশে আয়োজিত প্রথম বিশ্বকাপ। সেই সাথে ১৯৭৮ সালে আর্জেন্টিনায় আয়োজিত বিশ্বকাপের পর দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপেই ব্রাজিল প্রতি আট বছর পর পর ইউরোপে বিশ্বকাপ আয়োজনের ঐতিহ্য ভঙ্গ করতে যাচ্ছে।



ফিফা পর্যায়ক্রমিকভাবে মহাদেশভিত্তিক ২০১৪ সালের স্বাগতিক দেশের জন্যে দক্ষিণ আমেরিকাকে পূর্ব নির্ধারিত করেছিল। ফিফা পূর্বেই পর্যায়ক্রমিকভিত্তিতে স্বাগতিক দেশ নির্ধারণের জন্যে পদক্ষেপ গ্রহণ করে।[২] কিন্তু ২০১৪ সালের পর এ সিদ্ধান্ত বলবৎ হবে না বলে ঘোষণা করে।

facebook.com/WorldCup2014.

কলম্বিয়া ২০১৪ সালের জন্যে স্বাগতিক দেশ হবার আগ্রহ প্রকাশ করেছিল[৩] কিন্তু প্রার্থীতা প্রত্যাহার করে।[৪] কোরিয়া-জাপানের সফলভাবে বিশ্বকাপ সমাপণের পর চিলি এবং আর্জেন্টিনাও যৌথভাবে স্বাগতিক দেশ হবার জন্যে কিছুটা আগ্রহ প্রকাশ করেছিল; কিন্তু যৌথ ডাক প্রক্রিয়া অগ্রহণযোগ্য হওয়ায় তা বাতিল হয়ে যায়। ব্রাজিলও স্বাগতিক দেশ হবার জন্যে আগ্রহ প্রকাশ করে। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল ব্রাজিলকে স্বাগতিক হবার জন্যে সমর্থন ব্যক্ত করে।[৫] ফলে ব্রাজিল একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কনমেবলের মাধ্যমে ডিসেম্বর, ২০০৬ সালে ডাক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সমাপণের জন্যে প্রস্তাবনা পাঠায়। ঐ সময়ে কলম্বিয়া, চিলি এবং আর্জেন্টিনা প্রার্থীতা প্রত্যাহার করে ফেলে। ভেনেজুয়েলা ডাকে অংশগ্রহণ করেনি।



এরফলে ব্রাজিল প্রথমবারের মতো প্রতিপক্ষবিহীন অবস্থায় ডাক প্রক্রিয়ায় জয়লাভ করে। ৩০ অক্টোবর, ২০০৭ সালে ফিফা নির্বাহী পরিষদ স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করে।

২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব

২০১১ সালের ৩০ জুলাই রিও দি জেনিরোর মারিনা দা গ্লোরিয়ায় ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়।[৭][৮] আয়োজক দেশ হিসেবে, ব্রাজিল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়।

২০৮টি ফিফা জাতীয় দলের মধ্যে ২০৩টি দল বাছাইপর্বে অংশগ্রহন করে, যা শুরু হয় ২০১১ সালের ১৫ জুন থেকে এবং শেষ হয় ২০১৩ সালের ২০ নভেম্বর। ২০১০ বিশ্বকাপে অংশগ্রহনকারী ৩২টি দেশের মধ্যে ২৪টি দেশ ২০১৪ বিশ্বকাপে অংশগ্রহনের সুযোগ পায়। এবারই প্রথমবারের মত বিশ্বকাপে অংশগ্রহনের সুযোগ পায় বসনিয়া ও হার্জেগোভিনা।[৯] এই বিশ্বকাপে অংশগ্রহন করতে ব্যর্থ দেশগুলোর মধ্যে র‍্যাংকিং এ সবচেয়ে উপরে অবস্থানকারী দেশ ইউক্রেন (১৮)।[১০] ওএফসি অঞ্চল থেকে কোন দল ২০১৪ বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহনের সুযোগ পায়নি।

চূড়ান্ত পর্বে অংশগ্রহনকারী দল



নিচের ৩২টি দল বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহনের সুযোগ পেয়েছে। নিচে দলগুলোকে প্রতিযোগিতা পূর্ব র‍্যাংকিংসহ দেখানো হয়েছে।[১১]

এএফসি (৪)

অস্ট্রেলিয়া (৫৭)

ইরান (৪৯)

জাপান (৪৪)

দক্ষিণ কোরিয়া (৫৬)

সিএএফ (৫)

আলজেরিয়া (৩২)

ক্যামেরুন (৫৯)

ঘানা (২৩)

কোত দিভোয়ার (১৭)

নাইজেরিয়া (৩৩)



কনকাকাফ (৪)

কোস্টা রিকা (৩১)

হন্ডুরাস (৩৪)

মেক্সিকো (২৪)

মার্কিন যুক্তরাষ্ট্র (১৩)

কনমেবল (৬)

আর্জেন্টিনা (৩)

ব্রাজিল (১১) (আয়োজক)

চিলি (১২)

কলম্বিয়া (৪)

ইকুয়েডর (২২)

উরুগুয়ে (৬)

উয়েফা (১৩)

বেলজিয়াম (৫)

বসনিয়া ও হার্জেগোভিনা (১৬)

ক্রোয়েশিয়া (১৮)

ইংল্যান্ড (১০)

ফ্রান্স (২১)

জার্মানি (২)

গ্রিস (১৫)

ইতালি (৯)

নেদারল্যান্ডস (৮)

পর্তুগাল (১৪)

রাশিয়া (১৯)

স্পেন (১)

সুইজারল্যান্ড (৭)

ফেসবুকে ২০১৪ ফিফা বিশ্বকাপ

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188835
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৯
সিটিজি৪বিডি লিখেছেন : আবার আসিতেছে..........আপনার দল কোনটি?
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:১০
140135
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : স্পেনHappy
188906
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ প্রয়োজনিয় তথ্যগুলির জন্য।
189037
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:৪৭
সজল আহমেদ লিখেছেন : হু।আপনি কোন দলটা পছন্দ করেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File