ইসলামী ছাত্রশিবির : সংকা নয় সম্ভাবনার আত্বপ্রকাশ ヅ

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৯:৩৫ রাত



এই পর্যন্ত একবিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত ছাত্র সংঘটনের নাম BANGLADESH ISLAMI CHHATRASHIBIR ! এক সময় আমরা প্রায়াসই কর্মীদের বলতাম একবিংশ শতাব্দী হবে ইসলামের। আজকের পর আমরা বলতেই পারি সেই লক্ষে ইসলামী ছাত্র শিবির অনেক দুরই এগিয়ে গিয়েছে !!! যদিও intelligencecommunitynews এ ছাত্র শিবিরকে জড়িয়ে সংবাদটি নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে । এরপরেও দেখলাম অনেক ভাই এই সংবাদে বেশ দু:খ পেয়েছেন । তাদের বলছি :

জাহেলিয়াতের করা এই রেটিং ইসলামী ছাত্র শিবিরের জন্য গৌরবের ! একটা বিষয় হয়তো অনেকেই খেয়ার করেছেন , সম্প্রতি যারা আমাদের গণতান্ত্রিক ইসলামী আন্দোলনকে ইসলামীক কায়দার নয় বলে চিল্লাচিল্লি করে তাদেরই সংঘটন সিরিয়ান স্বসশ্ত্র সংগটন নুসরাহ ও তালিকায় ছাত্র শিবিরের চাইতে অনেক নিচে অবস্থান করছে । তাহলে ভাবুন বাতিলের চোখে কারা বেশি সহি ?!!!

আসুন এবার আসি সন্ত্রাসী সংঘটন তাও আবার স্বসশ্ত্র সংঘটন প্রসংগে :

intelligencecommunitynews এর মতে বিশ্বে স্বসশ্ত্র সন্ত্রাসী সংঘটনের মধ্যে ইসলামী ছাত্র শিবির তৃতীয় !!! [ আল্লাহর কাছে দোয়া করি আগামীবার যেন প্রথম হয় ] তো এই পরিসংখ্যান থেকে আমরা কি শিক্ষা নেব? কি কিছুই পান নাই ! তবে মনে করেন তো এই সাম্প্রতিক সময়ের একটি ঘটনা ...........

দক্ষিন আফ্রিকার সাবেক রাষ্টপ্রতি ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের “নেন্সসন ম্যান্ডেলা”। তিনি মাড়া যাওয়ার পর সারা বিশ্বের প্রায় সব রাষ্টপ্রধান চারদিন কেপটাউনে অবস্থান করে তার প্রতি সম্মান জানান ও তার শেষকৃত্বে অংশ নেন এমনকি বারাক ওবামাও । অথচ এই “নেন্সসন ম্যান্ডেলা” আশির দশকে আমেরিকার শীর্ষ সন্ত্রাসী তালিকার প্রধান ব্যাক্তি ছিলেন !!! এমনকি নব্বইয়ের দশকের শেষ দিক পর্যন্ত আমেরিকার সন্ত্রাসী তালিকায় তাকে ফেরারী হিসেবে দেখানো হয় !!!

অথচ সেই আমেরিকা কি আজ “নেন্সসন ম্যান্ডেলা”কে বিশ্ব নেতা বলছে না ? মানবতার শিক্ষাটা তারা কি এখন ,তাদের মতে একসময়ের ডাকাতের চোখ দিয়েই দেখছেনা ? বা দেখতে-ভাবতে বাধ্য হচ্ছে না ???

তাই, আজ যে বাতিলের রেটিং এ ইসলামী ছাত্র শিবির বিশ্বে স্বসশ্ত্র সন্ত্রাসী সংঘটনের তালিকায় তৃতীয় । তা নিয়ে আমরা হতাশ নই । বরং বলবো, ছোট্ট দেশের একটি ছাত্র সংঘটন হিসেবে ইসলামী আন্দোলনে আমাদের অবদান মন্দ নয় । আমরা আগে নিজেদের দক্ষিন পূর্ব এশিয়ার সর্ব বৃহৎ ছাত্র সংগঠন বলতাম ,আর আজ থেকে সেই সীমা পেড়িয়ে আমরা র্আন্তজাতিক পরিমন্ডলে নতুন শক্তি হিসেবে আত্বপ্রকাশ করলাম .......

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182908
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৭
182918
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান।
182928
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমিও একজন আশাবদী মানুষ, হতাশা এত সহজে আমাকে গ্রাস করতে পারে না। দারুন বিশ্লেষণ আপনার, বাতিলের চোখে শিবির সত্যি একটি প্রচণ্ড সাইমুমের নাম তা প্রমাণিত হয়ে গেল...
182934
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৯
সজল আহমেদ লিখেছেন : হুঁ
182937
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৬
সজল আহমেদ লিখেছেন : ভাইয়া শিরোনামটা একটু এডিট করে নিবেন।
182953
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন , ভালো লাগলো অনেক ধন্যবাদ
182975
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৮
মুমতাহিনা তাজরি লিখেছেন : যাজাকাল্লাহ।
182982
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৯
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
182996
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪৪
শেখের পোলা লিখেছেন : সঠিক যুক্তি৷
১০
183020
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২১
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : আমরা বিশ্বময় ...বিস্তৃত ....!!!!
১১
183037
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আহমদ মুসা ভাই, আপনার লেখা গুলা আমার কাছে বেশ ভালো লাগে- দারুন এনালিসিস__ আপনার কিছু লেখার লিঙ্ক আই ফেসবুকে শেয়ার করেছি- ধন্যবাদ স্বাগতম
১২
183194
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৮
শফিউর রহমান লিখেছেন : ইসলামী ছাত্রশিবিরঃ শংকা নয়, সম্ভাবনার আত্মপ্রকাশ।
আল্লাহপাকের সিলেকশন মনে হয় হয়ে গেছে আগামী বিশ্বের নেতৃত্বে।
আমাদেরকে এখন তৈরী হবার সময় হয়েছে দীপ্ত ঈমান এবং বলিয়ান শপথে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File