_____তোমরা ভুলে গেছ : আমরা ভুলিনাই ヅ

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫০:৪৩ সন্ধ্যা



গত বছর ঠিক এই দিন গুলোতে রাষ্ট্রের ফ্যাসিবাদী আক্রমণের প্রথম শিকার হয় হেফাজতকর্মীরা। গুলি করে হত্যা করা হয় ৫ মুসল্লিকে । অথচ বায়তুল মোকাররমে নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের ওপর সেই নির্যাতনের কথা সবাই ভুলে গেছে। যদি বলি হেফাজতও ভুলে গেছে, তবে অতুক্তি হবে না !!!

তোমরা ভুলে যেতে-ই পার । সুশিলরা ভুলে যেতে পারে। ভুলে যেতে পারে হলুদ মিডিয়া।

তবে,

আমরা ভুলিনাই। ইসলামী আন্দোলনের কর্মীরা ভোলেনা । ভুলিনাই সেই দিনগুলোর কথা । ইন্সাআল্লাহ সময় তার কথা বলবে সময়েই।

বিষয়: রাজনীতি

১১৬৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180828
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভুলার মত নয় ইনশা আল্লাহ সময় একদিন আসবেই বদলা নেবার
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
133775
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ভালো লাগলো || ধন্যবাদ ||
180837
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
শিশির ভেজা ভোর লিখেছেন : সব ভুলে গেছি। মনে রেখে লাভ কি?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪১
133778
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : সময়ের অপেক্ষায় মনে রাখুন ।
180846
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমরা নাই ভুলতে পারবো না, যতদিন এদেশে ইসলাম কায়েম না হবে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
133774
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ভালো লাগলো || ধন্যবাদ ||
180851
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
হতভাগা লিখেছেন : এত কিছু মনে রাখতে নেই । মেমরী কার্ড ডাউন হয়ে যাবে ।
180887
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১০
সজল আহমেদ লিখেছেন : YES!YES!YES!
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪১
133779
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : Talk to the hand
180888
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১১
মোঃজুলফিকার আলী লিখেছেন : সব ভুলে গেছি-
ভুলেছি যেমন ইতিহাস।
180890
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৫
অপ্রিয় সত্য কথা লিখেছেন : হেফাজাতও ভূলে গেছে !! আপনারা ভূলেন নাই ? তো আপনারা আবার কারা ??? Cool
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৮
133771
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : এদেশে নিজেদের “ইসলামী আন্দোলনের কর্মী” কর্মী বলে ঘোষনা করে যে সংঘটন । আমরা তারা.
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৯
133898
অপ্রিয় সত্য কথা লিখেছেন : এদেশে তো এরকম অনেকেই আছে,যাকে দেখলে মুসলমান কিনা পরিচয় পাওয়া কস্টকর!তারাও নিজেদেরকে ইসলামী আন্দোলনের কর্মী দাবি করে???
যে সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম আনতে পারে নাই,সে আবার ইসলামী আন্দোলনের কর্মী হয় কি করে আল্লাহ মালুম। :Thinking :Thinking :Thinking :Thinking
180906
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫০
গোলাম মাওলা লিখেছেন : vole jai ni ... Nejer tola picture goli dakle mone pore
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
133773
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ ||
180974
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৯
হককথা লিখেছেন : এ দেশের মাটিতে ইসলাম কায়েম করে, এ সমাজটাকে ইসলামি সমাজে রুপান্তরিত করে, এ দেশের প্রতিটি নাগরিকের জান মাল আর ইজ্জতের পূর্ণ নিরাপত্তাসহ আল্লাহ প্রদত্ত সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেই এ বর্বরতার উপযুক্ত জবাব দেয়া হবে ইনশাআল্লাহ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
134102
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ইনশাআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File