_____তোমরা ভুলে গেছ : আমরা ভুলিনাই ヅ
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫০:৪৩ সন্ধ্যা
গত বছর ঠিক এই দিন গুলোতে রাষ্ট্রের ফ্যাসিবাদী আক্রমণের প্রথম শিকার হয় হেফাজতকর্মীরা। গুলি করে হত্যা করা হয় ৫ মুসল্লিকে । অথচ বায়তুল মোকাররমে নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের ওপর সেই নির্যাতনের কথা সবাই ভুলে গেছে। যদি বলি হেফাজতও ভুলে গেছে, তবে অতুক্তি হবে না !!!
তোমরা ভুলে যেতে-ই পার । সুশিলরা ভুলে যেতে পারে। ভুলে যেতে পারে হলুদ মিডিয়া।
তবে,
আমরা ভুলিনাই। ইসলামী আন্দোলনের কর্মীরা ভোলেনা । ভুলিনাই সেই দিনগুলোর কথা । ইন্সাআল্লাহ সময় তার কথা বলবে সময়েই।
বিষয়: রাজনীতি
১১৬৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভুলেছি যেমন ইতিহাস।
যে সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম আনতে পারে নাই,সে আবার ইসলামী আন্দোলনের কর্মী হয় কি করে আল্লাহ মালুম। : : : :
মন্তব্য করতে লগইন করুন