বিগত বসন্ত ..

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৪:১৯ সকাল



আজ বছর ঘুরে

আবারো বসন্ত ।

এসেছিলো হাজারো বসন্ত।

নানা’ন রুপে।

তুবও …

বিগত বসন্তের কথা মনে পড়লেই

কেপে উঠে বুক !

কত তাজা প্রাণ ঝড়ে গেল ?

ভেঙ্গে গেল কত স্বপ্ন ?

বসন্তের বিষেই মাড়া গেল,

বসন্তের কোকিল গুলো !

বসন্ত এমন নিষ্ঠুর হয়,

বসন্ত এমন নির্মম হয়,

বসন্ত এমন ফ্যাস্টিস হয়,

তা বুজেছি গত বসন্তে ।

সেদিন বসন্ত আমার

টুটি চেপে ধরেছিল।

সেদিন বসন্ত হরন করেছিল,

আমার বেচে থাকার অধিকার।

তোমরা সে দিন

লাল রক্তের ওপর দাড়িয়ে

করেছিলে হলদে নৃত্য ।

মানুষের মৃত্যূ

তোমাদের কাদায়ণি।

কচি-কচি প্রানের সংহার

নাড়া দেয়নি, তোমাদের বিবেককে।

শুধু কেদেছিল মানবতা !

আজ বছর ঘুরে

আবারো বসন্ত ।

বাকি রইলা নিযুত

অনাগত বসন্ত।

অপেক্ষায় রইলাম

সেই বসন্তের।

যেখানে থাকবেনা

ফ্যাস্টিসের রক্তমাখা হাসি

বা হলদে নৃত্য ।

অপেক্ষায় রইলাম

সেই বসন্তের।

যেদিন বসন্তের রং লাল নয়,

হবে সবুজের কাছাকাছি।

বসন্তের পাখিরা

গান করবে, মুক্ত আকাশে।

হলদে নৃত্য নয়,

উচ্চকিত হবে

সত্যও সাম্য’র বানী।

_____________________________________

০১ ফাল্গুন ১৪২০, ১৩ ফেব্রুয়ারি ২০১৪, চট্টগ্রাম , বৃহস্পতিবার ।

আহমদ মুসা ヅ ahmed musa’s blog

বিষয়: বিবিধ

৮৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176577
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : প্রতিদিন আমাদের ভাইদের বুকে গুলির আগাতে জরে যাই একটি প্রান আসে নতুন বসন্ত?
176600
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File