কালেরকন্ঠের মানসিকতার নমুনা !!!

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০১:০৪ সকাল



এ কেমন সাংবাদিকতা ???

লিপোডিসট্রফি নামের একটা রোগ আছে যে রোগ হলে একধরণের প্রোটিনের প্রভাবে মানুষ চামড়া বৃদ্ধের মত কুচকে যায়, বয়সের ছাপই না শুধু এক প্রকার বৃদ্ধই হয়ে যায়, মানুষ তাড়াতাড়ি মারা যায়ও। এই রোগ আমার মতে সবচেয়ে দুঃখজনক পরিণতি একটা মানুষের জন্যে!

এবার একই রোগে আক্রান্ত এক ছেলে দাখিল পরীক্ষা দিচ্ছে কোন এক মাদ্রাসা কেন্দ্রে, খুব ভালো লাগলো মনোবল, ইচ্ছে দেখে (দেখতে হয়তো বিদঘুটে লাগতে পারে এই রোগীকে!) কালের কন্ঠ নিউজ করেছে " এসএসসি পরীক্ষা দিচ্ছে এলিয়েন " কতবড় অমানুষ হলে আপনি এই কথা বলতে পারেন বলুনতো যেখানে সেই শিক্ষার্থীকে দেখে খুব সহানুভূতি জাগার কথা?

বসুন্ধরা গ্রুপের কাছে প্রশ্ন ছিলো, আপনারা মাস শেষে রিপোর্টারদের বেতনের বদলে ঐ টাকা দরে গাঁজার বস্তা ধরিয়ে দেন? খুব জানতে ইচ্ছে করে এসব শূকর কিসের মাধ্যমে সাংবাদিক হয়েছে, তার কোন পড়াশোনা আছে বলে বিশ্বাস করিনা।

নিউজ এর লিঙ্কঃClick this link

বিষয়: বিবিধ

১১৩৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175763
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৫
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ্যা ভাই আমি কালের কন্ঠে পড়েছি খুব দুঃখ লেগেছে পড়ে তাদের সাংবাদিকতা দেখে,
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৮
129001
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ ||
175765
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১২
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভারতের হৃতিক রোশন অভিনীত কই মিল গ্যায়া সিনেমার ‘এলিয়ন’-খ্যাত মেধাবী ছাত্র আমির হামজা এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।আমির সদর উপজেলার দেহন রওশনপুর দাখিল মাদ্রাসার মেধাবী ছাত্র। সে দেহন গ্রামের বিজিবি সদস্য শমসের আলীর ছেলে।

আমিরের বিশেষত্ব হলো, কোনো বিষয়ে একবার ধারণা নিলে তা পরে সে হুবহু তুলে ধরতে পারে।

এলাকাবাসী জানায়, আমির ছোট থেকেই খুব মেধাবী। তবে তার সঙ্গে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে ভয় পেত। এ কারণে আমির সব সময় বাড়িতেই থাকত। তাকে সবাই এলিয়ন বলে চেনে।

আমিরের মা বলেন, ‘আমির আমাদের পরিবারের লক্ষ্মী। আমরা পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে আমিরের সঙ্গে কথা বলি আগে। কারণ আমির সব সময় সঠিক সিদ্ধান্ত দিত।’

তিনি আরও জানান, ছোটবেলায় আমির অনেক অসুস্থ ছিল। এখনো সে অসুস্থ। তবে আমিরের পরিবারের অন্য সদস্যরা সুস্থ।

রওশনপুর দাখিল মাদ্রাসার সুপার আ. রাজ্জাক জানান, আমির হামজা প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের কৃতী ছাত্র হিসেবে বরাবরই প্রথম স্থান লাভ করেছে। পরে শারীরিক বিভিন্ন রোগের কারণে সে পিছিয়ে পড়ে। তার পরও সে কৃতিত্বের সঙ্গে দাখিল পরীক্ষা পাস করার প্রত্যয় ব্যক্ত করেছে।
https://www.facebook.com/photo.php?fbid=627315367316644&set=a.454611931253656.99613.454605674587615&type=1&stream_ref=10
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৯
129012
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ বোন @ফাতিমা মারিয়াম
175770
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এদেরকে সাংবাদিক বলাটা সাংবাদিকতা পেশার অবমাননা।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
129068
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
175793
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওইটা সাংবাদিক না হাম্বাদিক!
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
129069
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
175794
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : হিনমন্য ও বিশ্রী স্বভাবের মানুষের হাতে কলম গেলে এমনই হয়। বর্তমানের মানুষের কাছে মর্যাদাবোধ নাই, তাই নিজের মর্যাদার মানও বুঝেনা অন্যকে সম্মান করতে জানেনা। অথচ গতকাল অন্যত্র ছবিটা দেখে এবং তার মায়ের মন্তব্য শুনে আমি তন্ময় হয়েছিলাম। মনোবল বাড়ানোর জন্য এই ছাত্রটি একটি বিরাট উদাহরন। অনেক ধন্যবাদ
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
129066
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
175810
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১০
ভোলটালিন নাপোজিটোর লিখেছেন : কালের কন্ঠ!আংশিক নয়,পুরো মিথ্যা
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৯
129078
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
175814
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
egypt12 লিখেছেন : কালের কণ্ঠের মানসিকতা লিপোডিসট্রফি রোগে আক্রান্ত...তাই ভালো কথা বলতে/চর্চা করতে বাধে।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৯
129077
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File