রক্তাক্ত ফেব্রুয়ারী [৫২ থেকে ২০১৩]

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৮:০৩ দুপুর



ফেব্রুয়ারী,

তোমার গায়ে এত দাগ কিসের?

লাল টকটকে নোনতা ঘ্রাণের

হায় এতো রক্তের ।

৫২ থেকে ২০১৩

সময় গড়ালেও বদলাওনি তুমি

লাল টকটকে নোনতা ঘ্রাণের

তোমার ইতিহাস, সে যে রক্তের।

ফেব্রুয়ারী

সেদিনও বুঝেনি-আজো বুঝছেনা

কোন কালে বুঝেনি তারা।

লাল টকটকে নোনতা ঘ্রাণের

জুলুম শাহীর ইতিহাস বরাবরই রক্তের।

ভাষা থেকে সু-বিচার

প্রসঙ্গ বদলালেও,প্রতিবাদ বদলায়নি

বদলায়নি নিয়ম কন্ঠরোধের।

লাল টকটকে নোনতা ঘ্রাণের

প্রতিবাদের ভাষা সব কালে রক্তের।

ফেব্রুয়ারী

সেদিন তোমার ভাষা বুঝেনি,

আজ আমার তাদের ভাষা শুধু বুলেটের

লাল টকটকে নোনতা ঘ্রাণের

থানে-থান বাধা জমাট রক্তের।

পরদেশ থেকে স্বদেশ

রাজ বদলালেও ,একটুও বদলাওনি

তুমি ফ্যাস্টিসের ভাষাটাই জুলুমের।

লাল টকটকে নোনতা ঘ্রাণের

বুলেট মানেই পরাজয় ,বিজয় রক্তের। _______________________________

মুহতারাম সাইদী হুজুরের ফাসির আদেষের বিরুদ্ধে প্রতিবাদকারিদের ওপর ২৮ ফেব্রুয়ারী গণগত্যা চালানো প্রতিবাদে লেখা । আজ সময় ঘুরে আবারো ফেব্রুয়ারী ।। সময় : [চট্টগ্রাম-০২.০৩.২০১৩]

আহমদ মুসা ヅ ahmed musa's blog

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171984
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলেই বাংলাদেশের জন্য এই ফেব্রুয়ারি একটা অপয়া মাস।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
126087
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
172083
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
126088
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File