☫ আমার ব্যাক্তিগত ব্লগে আপনাদের স্বাগতম ☫

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪৩:৫৯ রাত



আছ্-ছালামু আলাইকুম। আমার নাম আহমদ মুসা । যদিও এটি আমার পরিবারের দেয়া নাম নয়, তবে নিজেকে আহমদ মুসা রুপে ভাবতে ভালোবাসি । এই এক আহমদ মুসাই আমার পুরো জীবনের মানচিত্রটা-ই বদলে দিয়েছে । হ্যা আমি লেখক আবুল আসাদের লেখা সাইমুম সিরিজের আহমদ মুসার কথাই বলছি । জানি কল্পিত সেই মানুষটির কোন গুনই আমার কাছে নাই ,তবুও স্বপ্ন দেখি । হয়তো কোন একদিন এমনই কোন আহমদ মুসা এসে এই মজলুম জাতীকে উদ্ধার করবে জুলুমাতের নাগপাস থেকে। সেই প্রত্যাশায় ভবিষ্যতের আহমদ মুসাদের গড়ার জন্য একটি ছোট্ট আয়োজন। গরিবের বাড়ীতে আপনাদের স্বাগতম : [http://ahmedmusa.webs.com/]

>>Click this link

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171153
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:১৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আমরা সবাই শুধু কামনা করি কিন্তু নিজে হইনা কেন?
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৪
125006
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : আমিই সেই জন হব,বিষয়টা সেভাবে না ভেবে । কামনা করাটাকে আমার কাছে অধিক ভদ্রতা বলে মনে হয় । হইনা সে আমি-আপনি বা অন্য কেও ?Don't Tell Anyone প্যারিস ভাই ।
171230
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৬
ইমরান ভাই লিখেছেন : আহমদ মুসা কি আপনার আদর্শ? ??
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৯
125007
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : না । অবশ্যই আহমদ মুসা আমার আদর্শ নয়। সকল মুসলমানের একমাত্র জীবনাদর্শ হলো সরদারে দো-আলম হযরত মোহাম্মদ [স:]। তবে গল্পের সেই নায়ককে পড়ে-বুঝে-দেখেই [কল্পনায়]ইসলামকে-ইসলামী আন্দোলনকে জানতে ও বুঝতে শিখেছি । ইমরান ভাইHappy
171291
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৭
বেআক্কেল লিখেছেন : মূসা ভাই আপনাকে অভিনন্দন! আপনি দীর্ঘজিবী হউন। আপনার আগমণে আমরা খুশিতে শঙ্কিত, আনন্দিত, হতবিহ্বল ও উৎফুল্ল।

০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
125276
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : হা.।হা.। মজা লস ??? ধন্যবাদ বেআক্কেল ভাই ।Happy
171297
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০০
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনাকে স্বাগতম। চাইলে আমার ব্লগেও যেতে পারেন.... Sweetdream
171362
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১২
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
171425
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৪
আহমদ মুসা লিখেছেন : স্বাগতম আপনাকে ব্লগিং জগতে। আপনার এই আইডিটি আমি ব্লগিংয়ে আসার আগেই খুলেছিলেন। আপনার আইডি চেক করে তা বুঝতে পারছি। সে দিক থেকে আপনি আমার অনেক সিনিয়র। আপনার লেখার মানগত বিবেচনা ও চিন্তার গভীরতায়ও আমার চেয়ে অনেক অনেক এগিয়ে। ফেইসবুকে আপনার লেখা ও বিভিন্ন পোস্ট অত্যন্ত মনোযোগ সহকারে পড়ি। ফেইসবুকে আপনি যথেষ্ট সক্রিয় থাকলেও ব্লগে তেমন দেখা যায় না আপনাকে। অথচ আপনাদের মত অগ্রসর চিন্তার প্রতিভাবানদের এক্ষেত্রে পিছিয়ে থাকার সুযোগ নেই গ্লোবালাইজেশনের এই যুগে। ইনশায়াল্লাহ আমরা আশা করছি ফেবুতে যেমন আপনি সক্রিয় ভূমিকা রাখছেন তেমনি ব্লগেও নিয়মিত পাবো আপনাকে। কল্পনার আহমদ মুসা’কে নিয়ে আমিও সামান্য লিখেছিলাম ব্লগিং জগতে আসার শুরুতে। সম্ভব হলে অধমের সেই ব্লগ পাতায় একবার ঘুরে আসার আমন্ত্রণ রইল।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
125284
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ভাই , আপনার কথা গুলো খুব ভালো লাগলো। তবে অপিসে ফেসবুকিং করা গেলেও ব্লগে বসা যায় না । তার ওপর পড়ালেখা । পরিবার । সব মিলিয়ে যা হয় আর কি । আপনাকেও অনেকদিন ধরে দ্বীনের খেদমতে মাঠে পেয়েছি । সে জন্য ধন্যবাদ “মিতা” । আর আপনার ব্লগে যাচ্চি বেড়াতে .।
171497
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
বুড়া মিয়া লিখেছেন : স্বাগতম
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
125283
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File