কে এই যুবক ?

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ২৭ মে, ২০১৩, ০৮:৩৬:২৩ রাত

মঙ্গলবার নয়া দিগন্তের প্রথম পাতার উপরের দিকে বড় করে একটি ছবি ছাপানো হয়েছে। তিন কলাম ওই ছবিতে দেখা যাচ্ছে দাড়িওয়ালা এক যুবককে কয়েক পুলিশ পাঁজকোলে করে আদালতে হাজির করছেন। পত্রিকাটি আদালতে আনা ওই ছবির যুবকের চিত্র তুলে ধরেছে এভাবে, ‘বিধ্বস্ত, বিপর্যস্ত তিনি। চোখে মুখে আর সারা শরীরে ভয়ঙ্কর নির্যাতনের চিহ্ন। চলৎশক্তিহীন। হাত পা ফোলা। ছোপ ছোপ রক্তজমা সারা দেহে। শরীরে এতটুকু শক্তিও নেই। উঠে দাঁড়ানো দূরের কথা। বসার মতো শক্তিও নেই তার। হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা। দুই চোখ মুদিত। বছর ত্রিশের টগবগে যুবক। মুখভর্তি চাপদাড়ি। হাতে পায়ে কোমরে ডাণ্ডাবেড়ি। সে ডাণ্ডাবেড়ি আবার ধরে রেখেছেন দুইজন পুলিশ। চ্যাংদোলা করে কয়েকজন পুলিশ তাকে উঠালেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। বসতে পারছেন না। মুখে কোনো কথাও নেই। তাকে আদালতেই পেছনে ঠেক দিয়ে ধরে রেখেছেন পুলিশ সদস্যরা। তাদের কাছে ১৭ দিনের রিমান্ড চেয়ে পাঠানো আবেদন। শুনানিতে আইনজীবীরা বললেন, আসামি একজন মানুষ। তাকে আগে বাঁচতে দিন। সরকারি দলের কয়েকজন আইনজীবীও আসামিকে দেখে যেন খানিকটা বিচলিত বোধ করলেন। অস্ফুট উচ্চারণে বললেন, হায় হায় একি! সবার স্তম্ভিত অবস্থা দেখে কাল আর নতুন করে রিমান্ডে না দিয়ে সদাশয় আদালত আপাতত চিকিৎসা দিতে বললেন।’

এই যুবকটা আর কেও নন , তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মজলুম ছাত্র নেতা দেলোয়ার ভাই ।





বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File