ভারতীয় পত্রিকার চাঞ্চল্যকর তথ্য >> “শহীদ-মারজান” বাংলাদেশের গোয়েন্দা হেফাজতেই ছিল
লিখেছেন লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ০৭ জানুয়ারি, ২০১৭, ০১:০২:০২ রাত
_________শহীদ--মারজান__________
,
তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতাদানকারী। যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্যদ্বীন সহকারে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দ্বীনের উপর তা বিজয়ী করে দেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে। (সূরা ছফ-৮-৯)
,
বিশেষ প্রতিনিধি
ভারতীয় পত্রিকা দ্য ওয়্যার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুরে কথিত বন্দুকযুদ্ধে “শহীদ-মারজান” আগে থেকেই গোয়েন্দা হেফাজতে ছিল।
দ্য ওয়্যার এর "Due Process and Bangladesh’s Counter-Terrorism Measures" শিরোনামের রিপোর্টে প্রত্যক্ষদর্শী গোয়েন্দা কর্মকতা এবং একাধিক বাংলাদেশী সাংবাদিকের বরাতে এই তথ্য দেয়া হয়।
প্রখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যানের লেখা রিপোর্টটিতে বলা হয়েছে, নুরুল ইসলাম মারজান গত সাত মাস ধরে তার বাসা থেকে নিঁখোজ ছিলেন। গত ১২ আগস্ট পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম দাবি করেন, মারজান গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী। তখন তিনি বলেছিলেন, সে গোয়েন্দাজালে রয়েছে। শিগগিরই গ্রেফতার করা হবে।
কিন্তু সুইডেন ভিত্তিক সাংবাদিক, যিনি বাংলাদেশর জঙ্গিবাদ বিষয়ক বিশেষজ্ঞও, জানিয়েছেন তিনি আওয়ামী লীগের একজন উচ্চপর্যায়ের নেতা এবং পুলিশের মধ্যমসারির এক কর্মকর্তার কাছ থেকে নিশ্চিতভাবে জানতে পারেন যে, মারজানকে গ্রেফতার করা হয়েছে এবং সে গোয়েন্দাদের হেফাজতে রয়েছে।
এছাড়া ঢাকায় ডিবি অফিসের আরেকজন ব্যক্তিও একই তথ্য দিয়ে বলেছেন, তিনি মারজানকে ডিবি অফিসের একটি ভবনে দেখেছেন। তখন সে হাতকড়া পরাবস্থায় মেজেতে পড়েছিল। দেখে মনে হচ্ছিল তার ওপর নির্যাতন করা হয়েছে।
ওই ব্যক্তি জানান, পত্রিকায় “শহীদ-মারজাননের ছাপা হওয়া ছবি দেখে তিনি তাকে চিনতে পারেন।
সূত্র: দ্য ওয়্যার। লিংক: https://thewire.in/71832/due-process-bangladeshs-counter-terrorism-measures
http://www.bdnatun.net/newsdetail/detail/200/272838
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হতভাগা ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন