"" চিল্লা কাইটা লবন মরিচ লাগাইয়া দিমু ""

লিখেছেন লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ২৯ জানুয়ারি, ২০১৬, ০৭:১১:০৮ সন্ধ্যা

বাংলাদেশ এখন ভারতের শকুনের খপ্পরে পড়েছে,

বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এই সব দালাল-শকুনের হাত হতে দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে,




https://www.facebook.com/photo.php?fbid=513007258881793&set=a.106164526232737.9046.100005175698450&type=3&theater

দুপুরে ভাত খাইতে বসছি আব্বার সাথে,

আব্বা আমারে দেইখা হাসি মুখে বলে

___ বিএনপির তো বহু দিন পর মাথায় হুশ আসছে!!

আমি বললাম কি হইছে?




আব্বা বলেন তারেক রহমান যখন মুক্তিযুদ্বের ইতিহাস নিয়া বক্তব্য দেয়া শুরু করছিল, তুমি বল ছিলা এসবের এখন কি দরকার ছিল!

মনে আছে?

আমি বললাম হুম ঠিকই তো আছে!!

আব্বা বললেন, না ঠিক নাই...

আওয়ামীলীগের শরীরে মুক্তিযুদ্ব হচ্ছে কাপড়ের মতন!!

বা্টপারী করে আরেক জনের কেনা কাপড় পরিধান করে আছে তারা।



বিএনপি বুজতে পারছে এই কাপড় আওয়ামীলীগের শরীর থেকে কেড়ে নিতে হবে।

তাই তারেক রহমানের সেই বক্তব্য গুলো ছিল সূচনা, বেগম জিয়ার ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়া বিতর্ক আছে কথাটি ছিল বর্ননা।



আর গত এক মাস ধরে গয়েশ্বর, দুদু আর রিজিভীদের বক্তব্য গুলো হচ্ছে উপসংহার!!

আব্বা আবারো বললেন...

"চিল্লা কাইটা লবন মরিচ লাগাইয়া দিমু" একটি কথা রাস্তায় প্রচলিত আছে শুনেছো?



বিএনপি আওয়ামীলীগের সাথে ঠিক তাই করছে, আওয়ামীলীগের শরীরে আবৃত মিথ্যা মুক্তিযুদ্বের কাপড় টেনে হেঁচড়ে খুলে নিচ্ছে!!

এতে সাময়িক হয়তো জেল-জুলুম আছে

তবে চিরস্থাইয়ী লাভবান হচ্ছে এই দেশ, এই দেশের নতুন প্রজন্ম ।





কার্টেসীঃ Rashed Khan















বিষয়: রাজনীতি

২০৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357974
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১৬
শেখের পোলা লিখেছেন : আমি পাবলিক, হতাশার মধ্যে পড়ে গুঁতা খেয়ে চলেছি৷ আর কতদিন গুঁতা খেতে বে জানিনা৷ আল্লাহ পাবলিকদের রক্ষা কর৷
৩০ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:২২
297065
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : """যৎসামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে। অতঃপর তাদের সাহায্য করা হবে না """ সূরা আল ইমরান-১১১
,

মন্তব্য করার জন্য ধন্যবাদ
361476
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ রইল
০১ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:৩৯
314097
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
আলহামদুলিল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File