*এরা কি মা-বোনের ইজ্জত বুঝে না ???? * শেঞ্চুরী মানিকের এই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে * শেঞ্চুরী মানিকের এই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে *
লিখেছেন লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ১০ অক্টোবর, ২০১৩, ০১:৫৫:৪২ রাত
BAL দল (বাঃ আঃ লিঃ) দ্বারা দেশের মা-বোনদের উজ্জত নিয়া একটার পর একটা অপকর্ম করছে,
আর কতদিন আমরা ধৈর্য ধরে থাকবো ????
কিছু দিন আগের ঘটনা ==
আর এখনকার ঘোটনা ==
***জাপা নেতার বাসায় তরুণীকে গণধর্ষণ করল যুবলীগ নেতা ও তার বন্ধুরা***
মাদারীপুর জেলা জাতীয় পার্টির সভাপতির বাসায় এক তরুণীকে চাকরি দেয়ার কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ করেছে মাদারীপুর জেলা যুবলীগের এক প্রভাবশালী নেতা ও তার তিন বন্ধু।
এ সময় ঘটনাস্থল থেকে মদ, কনডমসহ যুবলীগের জেলা কমিটির সদস্য আকতার হাওলাদার (৪০), তার বন্ধু আজাদ (৩৮) ও আনু ভূইয়াকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে।
ওই তিনজনসহ মোট চারজন এক তরুণীকে (২৫) ধর্ষণ করেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায়। ধর্ষণের শিকার তরুণী পুলিশ ও সাংবাদিকদের জানান, ‘একটি বীমা কোম্পানিতে চাকরি দেয়ার
কথা বলে আকতার হাওলাদার তাকে ডেকে নিয়ে যান জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুর বাড়িতে।’ তিনি জানান, ‘সেখানে মদ পান করে আকতার হাওলাদার, আজাদ, আনু ভূইয়া ও রুবেল মুন্সী (৩৫) তাকে পালাক্রমে ধর্ষণ করেন।’ তরুণী আরো জানান, ‘ধর্ষণ শেষে এক পর্যায়ে আমি বাথরুম গিয়ে আমার ভাইকে ফোন দেই। আমার ভাই পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।’ এ ব্যাপারে বাড়ির মালিক জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপু বলেন, ‘আমি পরিবারের সবাইকে নিয়ে ঢাকা আছি। আমি ঢাকা আসার সময় বাড়ির চাবি আনু ভূইয়ার কাছে রেখে এসেছি।’ মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়েই আমার নেতৃত্বে পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে এবং ধর্ষকদের মধ্যে আকতার হাওলাদার, আনু ভূইয়া ও আজাদকে মদ, কনডমসহ গ্রেপ্তার করা হয়। ধর্ষকদের মধ্যে একজন পালিয়ে গেছে।’ ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও তিনি জানান। মাদারীপুর থানার ওসি সুভাষ কুমার পাল বলেন, ‘মামলা দায়েরের পাশাপাশি ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ পালিয়ে যাওয়া ধর্ষককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
তথ্য সূত্র = http://news.bdliveinfo.com/index.php/divisional-news/dhaka/903-2013-10-08-20-09-49
বিষয়: বিবিধ
৪১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন