নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশে আ.লীগের হামলা : শেখ হাসিনা দেশ চালাচ্ছেন ‘ভারতের সনদ’ অনুসারে
লিখেছেন লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ২৯ এপ্রিল, ২০১৩, ০৭:১৬:১৩ সন্ধ্যা
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.amardeshonline.com
নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশে নেতারা বলেছেন, অনতিবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি ও আমার দেশ-এর চাপাখানা খুলে না দিলে দেশের কোটি কোটি তৌহিদি জনতা তালা ভেঙে তা মুক্ত করবে ইনশাল্লাহ। হেফাজতে ইসলাম নোয়াখালী ও লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আয়োজিত গতকাল বিকালে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তা হেলিপেড ময়দানে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী এসব কথা বলেন। এদিকে সমাবেশে যেতে বেগমগঞ্জের গোপালপুরে আওয়ামী লীগের ক্যডাররা হেফাজতকর্মীদের পিকআপে হামলা চালায়। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছে।
প্রধান অতিথি আল্লামা জুনাইদ বাবুনগরী আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, মদিনা সনদে দেশ চলবে, তার কথা ও মদিনা সনদের গুরুত্ব অনুযায়ী প্রধানমন্ত্রীকে গদি চেড়ে দিতে হবে। কারণ, মদিনা সনদ ও ইসলামে নারীর নেতৃত্বের কোনো বিধান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে মদিনা সনদের কথা বলেন, দেশ চালাচ্ছে ভারতের সনদ অনুযায়ী। হেফাজত লেজ গুটিয়েছে, সৈয়দ আশরাফের এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তাদের এ ধারণা সঠিক নয়, হেফাজতের গণজোয়ারে সরকার লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। ১৩ দফা সংবিধান-পরিপন্থী হলে দেশের কোটি কোটি তৌহিদি জনতার দাবি অনুযায়ী সংবিধান সংশোধন করে অচিরেই তা সন্নিবেশিত করা হোক। নাস্তিক ইমরান সরকারের বক্তব্যের তীব্র প্রতিবাদে শাহবাগিদের রক্তে সারা দেশ রঞ্জিত করা হবে। ৫ মে যেখানে বাধা দেওয়া হবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। এ সময় মহাসমাবেশে হাজার হাজার তৌহিদি জনতা হাত উঁচু করে এর প্রতি সমর্থন জানান।
বিশেষ অতিথি হেফাজত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মো. ফয়েজ উল্লাহ বক্তব্যের শুরুতে সাভারে রানা প্লাজায় পরিকল্পিতভাবে যাদের হত্যা করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা, যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া ও তাদের ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান। তিনি বলেন, গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের কখনও আগুনে, কখনও পিটিয়ে ও গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, গার্মেন্টস-শ্রমিকদের সব ন্যায্য দাবির সঙ্গে হেফাজতের সমর্থন রয়েছে। হেফাজত সম্পর্কে কুত্সা রটনা করা হচ্ছে। হেফাজত নারীর অধিকার রক্ষায় কোরআন ও হাদিসের আলোকে বদ্ধপরিকর। দেশের ১৬ কোটি মানুষ মনে করে, ১৩ দফা এ দেশের মানুষের স্বাধীনতা ও মুক্তির সনদ। যত দিন ইসলাম থাকবে, তত দিন স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে। যারা দেশ ও ইসলামবিরোধী, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী। যারা ১৩ দফাবিরোধী, তারা বেঈমান। বেঈমানদের সঙ্গে ঈমানদারের লড়াই চলবে। আগামী ৫ মে-র মধ্যে ১৩ দফা দাবি না মানলে সরকার পতন ঘটানো হবে ইনশাল্লাহ। ৯০ ভাগ মুসলমানের দেশে কালো বিড়ালকে সংবিধান সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্র ও ইসলামের বিরুদ্ধে কুত্সা রটাবেন, মুসলমান ঘরে বসে থাকবে, তা হতে দেওয়া হবে না। ৫ তারিখ মহাসমাবেশে বাধা দিলে প্রয়োজনে রাজপথে বসে লাগাতার কর্মসূচি পালন করা হবে। আমার দেশ চালু ও মাহমুদুর রহমানকে মুক্তি না দেওয়া হলে সারা দেশ অচল করে দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করা হয়।
বক্তারা আরও বলেন, পবিত্র কোরআনের বণ্টননীতিই মুসলিম নারী স্বাধীনতার প্রথম নারী সংযোজন। অধিকারের নামে লজ্জাশীলতার আবরণ ফেলে দেওয়া উসকানির কথা বলে যারা নারীসমাজকে বিভ্রান্ত করছে, তা এর আগে ভুমেরাং হয়ে গেছে।
নোয়াখালী জেলা হেফাজতের আমির শায়খুল হাদিস নজির আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, বিশেষ অতিথি হেফাজত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মো. ফয়েজ উল্লাহ, কেন্দ্রীয় নেতা মাওলানা মোস্তফা আল হোসাইনি, মাওলানা ওমায়ের কোবক্ষাদী, অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, হেফাজতের উপদেষ্টা হাবিবুল্লাহ কাসেমী, ঢাকা মহনগরী নেতা মাওলানা আবদুল আমীম, আলতাফ হোসেন, হেফাজত নোয়াখালী নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন, জেলা আহ্বায়ক মাওলানা আজিজ উল্লা নওয়াব, মহাসচিব মাওলানা ইয়াকুব কাসেমী, মাওলানা সফিউল্লা, মাওলানা হাফেজ আবদুর রহমান, মাওলানা ইউছুফ, মাওলানা মমিনুল হক চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মামুন, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবু তাহের, অ্যাডভোকেট এটিএম করিম হোসেন, মাওলানা দিদার, মাওলানা মোসাদ্দেক উল মাওলা, মাওলানা সরিফুল ইসলাম, মাওলানা এনায়েত উল্লা, মাওলানা এনায়েত উল্লা, মাওলানা আলমগীর আল আমান, মাওলানা মোরশেদ আলম মাসুম প্রমুখ।
শেষের পাতা
গোবিন্দগঞ্জে নারী সরাইলে যুবক খুন : চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় বিজিবি সদস্য নিহত : নবীনগরে বজ্রপাতে কৃষক, আখাউড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
পেকুয়া কলাপাড়া কমলগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে বহু আহত : গৌরনদীতে ব্যবসায়ীকে মারধর করেছে এক সন্ত্রাসী
নারী নির্যাতন : নবীনগরে ছাত্রী অপহরণ, বরিশালে পুলিশ কর্মকর্তার স্ত্রী এসিডদগ্ধ
জামায়াত নেতাদের মুক্তি দাবি : রাজশাহী ও বরিশালে শান্তিপূর্ণ হরতাল, চট্টগ্রামে পুলিশের গুলি
আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীনের ফরমাল চার্জ আমলে নেয়ার বিষয়ে আদেশ ২ মে : গোলাম আযমের পক্ষে ২২৯ পৃষ্ঠার লিখিত আরগুমেন্ট দাখিল
ভিন্ন খবর : ফিলিস্তিনে তৈরি হচ্ছে ‘স্বপ্নের শহর’
সাভারে ভবন ধসে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
চট্টগ্রামে আহলে সুন্নাতের তাণ্ডব : ১৫ হেফাজত কর্মী আহত, দোকান ভাংচুর : ‘জালালুদ্দীন কাদেরী ও সাংবাদিকদের ওপর হামলায় হেফাজত জড়িত নয়’
মার্কিন রাষ্ট্রদূতকে খালেদা জিয়া : সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে
চট্টগ্রামে মানববন্ধনে বক্তারা : সরকারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করায় মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে
কাদের মোল্লার আপিল শুনানিতে আদালতের প্রশ্ন : তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দির মধ্যে গরমিল থাকলে সাক্ষীকে জেরার প্রয়োজন কী
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভাতিজা বলে কথা : গৌরীপুরে যৌন হয়রানির সেঞ্চুরি করল স্কুলশিক্ষক
নারায়ণগঞ্জ মতলব কমলগঞ্জসহ বিভিন্ন স্থানে ভবনে ফাটল : স্কুল ধসে ১৪ শিক্ষার্থী আহত
রাজশাহীতে হেফাজতের মহাসমাবেশে আজ জমায়েত হবে লাখো মানুষ
ইলিয়াস আলীর মুক্তি দাবি : সিলেটে আজকের হরতালের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
গার্মেন্ট মালিক আমিনুল ইসলামের দু’মামলায় ১১ দিনের রিমান্ড
সাভার ভবনধস : রংপুর অঞ্চলে নিহত ৩৩ নিখোঁজ সাড়ে তিনশ’
কালবৈশাখী ঝড় : টাঙ্গাইলে ভাইবোন নিহত : ধামইরহাটে ফসলের ব্যাপক ক্ষতি
কাল বগুড়ায় হেফাজতে ইসলামের শানে রিসালাত মহাসম্মেলন
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ : সোহেল রানাসহ ৫ গার্মেন্ট মালিকের ব্যাংক হিসাব জব্দ
পল্টনে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলা : সালাহউদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর
সাভার ট্র্যাজেডিতে সুপ্রিমকোর্ট বারের শোক সভা : ক্ষতিগ্রস্তদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি
কালিয়াকৈরে ইউপি ভবন নিয়ে মামলা পাল্টা মামলা
লক্ষ্মীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ.লীগের গাড়িতে সন্ত্রাসীদের গুলি
সাভারের গণহত্যার হোতাদের শাস্তি দাবিতে শাবিতে বিক্ষোভ
৯ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
চট্টগ্রামে অর্ধশতাধিক ছাত্রনেতার বিবৃতি : রামরাজত্বের স্বপ্নচারীদের ষড়যন্ত্র রুখে দেয়া হবে
রাবি ছাত্রদলের আহ্বায়ক আশিক, ‘আমার গুম হওয়ার খবরটি গুজব!’
পৃথক ফ্যাকাল্টির দাবিতে কুবিতে দুটি বিভাগের বিক্ষোভ
মুফতি আবদুর রহমানের আহ্বান : আগামীকাল বগুড়ার শানে রিসালাত মহাসমাবেশ সফল করুন
শাবিতে সাংবাদিক মিছবাহর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি
সাভারে কফিন সরবরাহ : মানবিক বিপর্যয়ের সময়েও সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে - শিবির
৫ মে অবরোধ সফল করে তৌহিদি জনতা ১৩ দফা দাবি আদায় করবে : খেলাফত মজলিস
হযরত শাহজালাল (রহ.) দরগাহ মোতাওয়াল্লীর ইন্তেকাল
ভারপ্রাপ্ত সম্পাদক: মাহমুদুর রহমান। প্রকাশক: আলহাজ্ব মোঃ হাসমত আলী কর্তৃক প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন্স লিঃ ৪৪৬/সি ও ৪৪৬/ডি তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগঃ বিএসইসি ভবন, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্সঃ ৮১৫৯৫৭৫ (অটোহান্টিং): বিজ্ঞাপন-৮১৫৯৫৮৪, সার্কুলেশন-৮১৫৯৫৮৩, ফ্যাক্সঃ ৮১৫৯৫৮১ ও ৮১৫৯৫৮২ (বার্তা), ৮১৫১৪৪৪ (মফস্বল)।
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.amardeshonline.com
বিষয়: বিবিধ
১৮৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন