কোরানের পাটিগনিত....................?? (প্রিয়-বানু ভাই)
লিখেছেন লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ২৮ এপ্রিল, ২০১৩, ০৩:০০:২৯ দুপুর
প্রিয়-বানু ভাই লিখেছেন = (আল্লাহ্ পাকের (নবী মুহাম্মদ পড়ুন) পাটিগণিতের দৌড়ের বিব্রতকর অবস্থা রক্ষা করতে কিছু তাফসিরকারক নিজের মনগড়া ভাষ্য দিয়ে গেছেন যা অধিকাংশ ক্ষেত্রেই কোরানের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়।)
নাউজুবিল্লাহ... আস্তাগফিরুল্লাহ...
আস-সালামুআলাইকুম......।
১... আলিফ-লাম-মীম । এটা এমন একটি কিতাব, যাতে কোন ভুল নাই ।
২... যারা কুরানের ভুল ধরতে চায়, তারা সুস্পস্ট কাফের ,
৩... ইয়াহুদী-নাসারা, অনেক গবেষণা করিয়াও কুরানের ভুল ধরিতে পারে নাই, তাই ক্লান্ত-হতাশ হইয়া চুপ রহিয়াছে ,
৪... প্রিয়-বানু ভাই মনে হয় দুনিয়া সম্পরকে ধারনা নাই তাই নিজেকে বুদ্ধিমান ভাবিয়া নিজের অজান্তে কুফুরে লীপ্ত হইল ,
৫... যারা ক্লাস ৭/৮ এর ছাত্র তারাও কুরানের ভগ্নাংশ বুঝেতে পারিবে, অথছ প্রিয়-বানু বুঝিতে পারে নাই , অরথাত প্রিয়-বানু ভাই অংকে অনেক বেশি ভাল বলিয়া মনে হিতেছে ইহাতে কোনই সন্দেহ নাই ,
৬... আবার এ ও হইতে পারে, বিশিষ্ঠ রাজাকার ““মুরগী-...”” অথবা ““১ম-আলু”” অথবা ““মীর-... –..কবাল”” বানু ভাই এর ব্রেইন ওয়াশ করিয়া, প্রিয়-বানু ভাই এর কধে পিস্তল রাখিয়া পক্ষী শিকার করার চিন্তা করিতেছে ,
৭... প্রিয়-বানু ভাই, যদিও আমরা বুঝি না আমরা যানা-অজানা কত পাপ করি, তাই সব সময় আস্তাগফিরুল্লাহ বলা জরুরী ।
***““আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি যমীন ও আসমানসমূহকে সৃষ্টি করেছেন এবং আমি কনিকালেও মুশরিকদের মধ্যে শামিল নই। (সূরা আনয়াম: ৭৯)””
*** ““বল, আমার নামায, আমার যাবতীয় ইবাদত, আমরা জীবন ও মৃত্যু সবকিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য। (সূরা আনয়াম: ১৬২)””
** ““হযরত আব্বাস (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ (সা) কে নবী হিসেবে কবুল করেছে সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করেছে। (বুখারী, মুসলিম)””
** ““ হযরত আবু উমামা (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তির ভালবাসা ও শত্রুতা, দান করা ও না করা নিছক আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্যেই হয়ে থাকে, সে ব্যক্তিই পূর্ণ ঈমানদার। (বুখারী)””
প্রিয়-বানু ভাই সহ সবাইকে শুভেচ্ছা, কারন এই টা আমার প্রথম ব্লগে লিখা , সবার দোয়া-সহযোগিতা চাই ।
আপনাদের মন্তব্য চাই......।।
বিষয়: বিবিধ
২২২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন