< লে বাবা তু ভি সুনলে ...... !!!

লিখেছেন লিখেছেন হুমায়ুন রশিদ ০৪ জুন, ২০১৩, ০১:২৪:২৪ রাত

নামজটাও ঠিক মতো পরতে পারলাম না বেয়াপারটা মাথায় ঘোর পাক খাচ্ছিল । খুব জলদি হেঁটে মসজিদের দিকে যাচ্ছিলাম ঠিক সেই সময় একটা শব্দ কানে আসলো । একজন খুব সুরেলা কন্ঠে গাচ্ছিলেন “ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর ? ’’ নামাজের মধ্যেই চিন্তা করতে লাগলাম যে, সে যে গান গাচ্ছে এটা যদি সে শুধু গাওয়ার জন্যই না গেয়ে একটু অনুধাবন করত তাহলে কি নামাজে না গিয়ে অন্য দিকে হাটত ?

আমাদের প্রায়ই হয়তো এরকমটি ঘটে কিন্তু কেন আমাদের এই উদাসিনতা ? মূল কথা হচ্ছে - “কখখনো নয় আসল কথা হলো, তোমরা দ্রুত লাভ করা যায় এমন জিনিষকেই ( দুনিয়া ) ভালোবাসো এবং আখেরাতকে উপেক্ষা করে থাকো ।’’_ সুরা কিয়ামাহ-১৯,২০

[ বিঃ দ্রঃ – নামাজের কথা,কোরআনের আয়াত দেখে জামাতি ভাববেন না । কারন জামাতিরা সূযোগ পেলেই কোরআন হাদিস ছাড়ে । ব্লগ দিয়া ইন্টারলেট চালাইতো (!!) তাই মাঝে মাঝে নসিহত করতে হয় । ]

বিষয়: বিবিধ

১৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File