কাঠ মোল্লারা নিপাত যাক...

লিখেছেন লিখেছেন হুমায়ুন রশিদ ১৮ এপ্রিল, ২০১৩, ১২:০৭:১৭ রাত

বিষয়টি কিভাবে শুরু করবো বুঝতে পারছিনা । আজ কয়েক দিন যাবত আমাদের দেশে যে ভিলেজ পলিটিক্স শুরু হয়েছে তা নিয়েই দু একটি কথা বলবো । সবারই জানা যে বর্তমান সরকার ঘটনের পরপর রাজনৈতিক নেতাকে রাসুল (সাWinking এর সাথে তুলনা করায় জামাতিদের শীর্ষ কয়েক জন নেতাকে গ্রেফতার করা হয় এবং পরে উক্ত মামলায় খালাস দিয়ে যুদ্ধাপরাধের মামলা জুলিয়ে দেওয়া হয় । তার পরের বিষয় কম-বেশি,সত্ত-মিত্থা সবারই জানা । দলটির নেতা কর্মীদের উপর হামলা মামলা, নির্যাতন নিপীড়ন, সাহারা খাতুনের চিরুনি অভিজান পরিচালিত করা হয় । মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নৈতিক সমর্থন দানকারী দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি তুলা হয় । এবং সেই দাবি জুরদার করার জন্য পুলিশি নিরাপত্তা,বিরিয়ানি,মিনারেল ওয়াটার দিয়ে তৈরি করা হয় দ্বিতীয় মুক্তিযুদ্ধ,পরে অবশ্য কিছু অতি উৎসাহী মুক্তিজুদ্দার কারনে বিষয়টি অন্য দিকে মুড় নেয় । ধর্মীয় অনুভুতিতে আঘাত করার কারনে শাহবাগিদের ফাঁসি দাবি করেন কিছু মোল্লা । এখানে আবার কিছু মোল্লাদের দেখা যায় শাহবাগিদের পক্ষ নিতে । শুরু হয় আরেক নাটক যার বলি হই আমরা সাধারন মুসলমানরা ।খটকায় পরে যাই কার সঙ্গ নিবো । কিন্তু এখানে ও রেহাই নেই জামাতিদের ।মৌ-লোভী মাসুদ মনে করেন জামাতিরা কাফের,তাদের আকিদা ভুল, তাদের ব্যাংক এ লেন দেন করলে জাহান্নামে যাওয়া নিশ্চিত, যদিও উনি নিজেই ইসলামি ব্যাংকের গ্রাহক । অন্য দিকে হেফাজতে ইসলামের অনেক নেতা ই মনে করেন জামাতিরা মওদুদিবাদি,বেক্তিপুজারি এবং নবি রাসুলদের সমালোচক। কিন্তু এই বিষয়টি বার বার এড়িয়ে গেছে জামাতিরা । শুধু এড়িয়েই যায়নি অন্যদের কোন সমালোচনা ও করতে দেখা যায়নি বরঞ্চ ঐক্য গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । এটা কি তাদের রাজনৈতিক কৌশল নাকি আদর্শ ??? আদর্শ হলে ভাল......(!!!) জামাতিদের আদর্শ যদি হয় এই,তাহলে মোল্লাদের... ?? কি হতে যাচ্ছে দেশে...? জামাতিরা কি নতুন শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে...???(!!!) তাহলে কি দেশ আফগানিস্তানের দারে কাছে নাকি মদিনার......???

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File