তাদের ব্রক্ষ্মা হিন্দু জাতিকে ৪ ভাগে বিভক্ত করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম সার্বজনীন।

লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ১৩ জুন, ২০১৩, ০৮:২৭:৩২ রাত

ভারতীয় হিন্দুগণ বলে যে, তাদের ব্রক্ষ্মা হিন্দু জাতিকে ৪ ভাগে বিভক্ত করেছে। ব্রাক্ষ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শুদ্র। ব্রাক্ষণগণই কেবল ধর্ম করবে, তারাই উপাসনা করবে, শাস্ত্র রচনা করবে। আর ক্ষত্রিয়গণ রাজত্ব করবে। বৈশ্যরা কৃষি-আবাদ করবে। আর শুদ্ররা ঐ তিন শ্রেণীর সেবা করবে অর্থাৎ গোলামী করবে। অর্থাৎ ধর্ম সার্বজনীন নয়।

এদেরই পথ বেয়েখৃষ্টানী পাদরীগণও অনুরূপ পৃথক আইন প্রণয়ন করেছে, বাদশার জন্য আলাদা কানুন। বাদশা কেবল গীর্জার রক্ষণবেক্ষণ করবে, পাদরীদের প্রতি সম্মান প্রদর্শন করবে আর পাদরী তাদের ও জনগণের মুক্তির জন্য প্রার্থনায় রত থাকবে। জনগণ তাদের অর্থ দিয়ে সেবা যত্ন করবে, আর সেবাদাসী দিয়ে পাদরীদের খিদমত করবে। অর্থাৎ এদের নিকটও ধর্ম সবার জন্য পালনীয় নয়।

---আবু মুহাম্মদ 'আলীমুদ্দীন (রহ.)

আলহামদুলিল্লাহ ইসলাম সার্বজনীন। অর্থাৎ কেউ মুসলিম পরিচয় দিতে গেলে তাকে অবশ্যই ইসলাম মানতে হবে।

বিষয়: বিবিধ

১৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File