কিছু অপ্রিয় সত্য কথা জেনে রাখা ভালো। এর নাম আওয়ামীলীগ অন্য কিছুনা এটা ভুলে গেলে চলবেনা।
লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ২৯ মে, ২০১৩, ০৪:১৫:০৯ বিকাল
>পবিত্র আজানের ধ্বণীকে বেশ্যার ড়াকের
সাথে তুলনা করেছিলেন কবি শামসুর রহমান।
অথচ রাষ্ট্রের চোখে তিনি আধুনিক
বাংলা শ্রেষ্ঠ কবি!
> আনিসুল হক কুরান শরীফের
প্যারোড়ী করার স্পর্ধা দেখিয়েছিলেন।
অথচ রাষ্ট্রের চোখে তিনি সেরা বুদ্ধিজীবি।
>মুহাম্মদ (সাঃ) কে মহাউন্মাদ আর কুরান
শরীফকে আহাম্মোকপিড়িয়া বলেছিল আসিফ
মহিউদ্দীন।
অথচ রাষ্ট্রের চোখে তিনি প্রগতিশীল
ব্লগার।
>কুৎসিত মেয়েরাই বোরকা পড়ে বলে মন্তব্য
করেছিলেন সংসদের ড়েপুটি স্পিকার।
অথচ তিনি এখনও তার পদে বহাল
তবিয়তে আছেন।
> 'তথাকথিত আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র
চলতে পারে না' বলেছিলেন সৈয়দ আশরাফুল।
অথচ তিনি রাষ্ট্রের চোখে গুরুত্বপূর্ণ
মন্ত্রী।
> ইসলামী শরীয়াতের আইনকে মধ্যযুগীয়
বলেছিলেন মাহবুবুল আলম হানিফ।
অথচ তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ
পদে আসীন।
এভাবেই একটা সেকুলার রাষ্ট্র ইসলাম
বিদ্বেষীদের পুরষ্কৃত করে।
তুরস্ক,মিসর,তিউনিশিয়া,ইরান সহ অনেক
দেশে সেকুলারিজম তার
কালো ছায়া ফেলেছিল,কিন্তু তা স্থায়ী হয়
নি।সেখানে এখন সেকুলারিজম জাদুঘরে ঠাই
নিয়েছে।
শুধু কিছু বাঙ্গালী এখনও সেকুলারিজম
বইলা লাফা লাফি করে।
তবে সেকুলারিজম কী জিনিস তা সাধারম মানুষ
এখন টের পাইতেছে।
চেতনা ব্যবসায়ীদের চোখে তাই এখন ঘুম
নাই,নিজেদের অস্তিত্ব সংকটে আছে তারা।
এখন জাস্ট নিভে যাবার আগে দপ
করে জ্বলে উঠছে। তারাও ষড়যন্ত্র
করে,আল্লাহ পাকও কৌশল করেন।
সো,চেতনাধারীরা,রেড়ী হও জাদুঘরে যাবার
জন্য।
বিষয়: বিবিধ
১৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন